ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডোনাল্ড পারফেক্ট জেন্টালম্যান, আমরা তাকে কন্টিনিউ করতে বলেছিলাম: জালাল

ক্রীড়া প্রতিবেদক, পুনে থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২২, ৯ নভেম্বর ২০২৩   আপডেট: ২৩:২৩, ৯ নভেম্বর ২০২৩
ডোনাল্ড পারফেক্ট জেন্টালম্যান, আমরা তাকে কন্টিনিউ করতে বলেছিলাম: জালাল

পারিবারিক কারণে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। বিশ্বকাপের শেষ ম্যাচ তার শেষ অ্যাসাইনমেন্ট হয়ে থাকছে। পুনেতে আজ বাংলাদেশের ড্রেসিংরুমে দলের টিম মিটিংয়ে নিজের না থাকার কথা জানিয়েছেন সতীর্থ এবং শিষ্যদের। আনুষ্ঠানিকভাবে প্রত্যেকের থেকে বিদায়ও নিয়েছেন। এমনিতে তার সঙ্গে বোর্ডের চুক্তি শেষ হতো ৩০ নভেম্বর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে চুক্তি নবায়নের জন্য প্রস্তাবও দিয়েছিল। কিন্তু পারিবারিক কারণে চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার।

ঢাকা থেকে বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘পারিবারিক কারণে দায়িত্ব ছাড়ছেন ডোনাল্ড। আমাদেরকে এটাই বলেছে। আমাকে আগে অনানুষ্ঠানিকভাবে বলেছিল। ধর্মশালায় থেকে আমাকে বলেছিল। পরে কলকাতায় বসে আলোচনায় বসেছে।’

আরো পড়ুন:

গণমাধ্যমে এসেছে ডোনাল্ড শ্রীলঙ্কা ক্রিকেট দলের দায়িত্ব নিতে পারে। তবে এই বিষয়ে বিসিবি কিছু জানে না বলেই দাবি করলেন জালাল ইউনুস, ‘এ বিষয়ে আমরা কিছু জানি না। আমাদেরকে বলা হয়েছে পারিবারিক ইস্যু। আমরা যেটা শুনেছি ওর এরকম (কোচিংয়ের প্রস্তাব) কিছু নেই। ওর পরিবার ওকে খুব মিস করছে।’

বিসিবি থেকে তাকে চুক্তি নবায়নের প্রস্তাব দেওয়া হয়েছিল সেটাও বললেন জালাল ইউনুস, ‘আমরা তাকে বলেছিলাম তুমি চাইলে কন্টিনিউ করতে পারো।’

দিল্লিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচের টাইডম আউট ঘটনা ভালোভাবে নেননি ডোনাল্ড। বাংলাদেশের টাইমড আউটের বিষয়টা কোনোভাবেই মানতে পারেননি তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘(ক্রিকেট মাঠে) আমি এমন কিছু দেখতে চাই না। আমার মন বলছিল মাঠে ঢুকে বলি, যা হয়েছে যথেষ্ট হয়েছে, আমরা এর পক্ষে না। আমরা এমন দল না যে এর পক্ষ নেব। আমি শুধু সেখানে গিয়ে বলতে চাচ্ছিলাম, যথেষ্ট হয়েছে আর না।’

এ ঘটনায় বিব্রত বিসিবিও। ডোনাল্ডকে মৌখিকভাবে জানানো হয়েছে,  বিসিবি তার কথায় খুশি নন। তবে ডোনাল্ডের বিদায় নেওয়ার ঘটনার সঙ্গে দিল্লিতে ঘটে যাওয়া ঘটের কোনো সম্পর্ক নেই বললেন জালাল ইউনুস, ‘নো নো নো। ও আমাকে ধর্মশালা থেকেই বলে আসছে। এটার সাথে ওটার কোনো সম্পর্ক নেই। ধর্মশালার পর কলকাতায় আমাকে বলেছে ও কন্টিনিউ করতে পারছে না। বিসিবি ওকে কারণ দর্শানোর কোনো চিঠিই দেয়নি। আমরা ওকে বলেছি, আমরা তোমার কথায় খুশি নই।’

‘হি ইজ আ ভেরি পারফেক্ট জেন্টালম্যান। ভালো লোক। আমাদের সঙ্গে তার কোনো সময় কোনো সমস্যা হয়নি। উই হ্যাড নেভার এনিথিং প্রবলেম উইথ হিম। হি অলসো ডিডেন্ট এনি প্রবলেম উইথ আস। তার অসন্তুষ্ট থাকার কোনো কারণই নেই। বিসিবির সঙ্গে কোনো সমস্যা নেই। এটার কোনো কারণ নেই।’ – বলতে থাকেন জালাল ইউনুস।

নতুন কোচ নিয়ে এখনই বিসিবি ভাবছে না। বিশ্বকাপ শেষে তাসকিন, মোস্তাফিজদের জন্য কোচ খুঁজবে বিসিবি, ‘আনতে তো হবে। আমরা এখনও চিন্তা-ভাবনা করিনি।’

পুনে/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়