ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্বকাপ ব্যর্থতার ব্যাখ্যা দিতে তদন্ত কমিটির বৈঠকে নান্নু ও বাশার

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ৩ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৯:০৯, ৩ ডিসেম্বর ২০২৩
বিশ্বকাপ ব্যর্থতার ব্যাখ্যা দিতে তদন্ত কমিটির বৈঠকে নান্নু ও বাশার

বিশ্বকাপে ভরাডুবির কারণ খুঁজতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তদন্ত কমিটি ব্যাখ্যা চাইতে ডেকেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে। তার সঙ্গে আছেন আরেক নির্বাচক হাবিবুল বাশার।

রোববার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বৈঠকটি শুরু হয়। ইতিমধ্যে তদন্ত কমিটির সদস্যরা সহ প্রধান নির্বাচক নান্নু ও তার সহযোগী বাশার উপস্থিত হয়েছেন।

আরো পড়ুন:

বিসিবির তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান বিসিবির পরিচালক এনায়েত হোসেন সিরাজ, বিসিবি পরিচালক মাহবুবুল আনাম ও আকরাম খান ছাড়াও বৈঠকে উপস্থিত আছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

প্রধান নির্বাচকের সঙ্গে বৈঠক শেষে পর্যায়ক্রমে প্রধান কোচ, অধিনায়ক এবং টিম ডিরেক্টরের সঙ্গেও বৈঠকে বসবে তদন্ত কমিটি। প্রত্যেকের কাছেই বিশ্বকাপের ভরাডুবির কারণ জানতে চাওয়া হবে।

উল্লেখ্য, বিশ্বকাপে সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে সেই লক্ষ্যের ধারেকাছে যেতে পারেনি সাকিব আল হাসানের দল। ৯ ম্যাচের মধ্যে ৭টিতেই দেখতে হয়েছে হারের মুখ। বাকি দুইটিতে জিতে ব্যর্থতার দায় নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ।

ঢাকা/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়