ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেমিফাইনালে জকোভিচ, ছুটছেন রেকর্ডপানে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ২৩ জানুয়ারি ২০২৪  
সেমিফাইনালে জকোভিচ, ছুটছেন রেকর্ডপানে

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ। আজ মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে তিনি টেইলর ফ্রিটজকে হারান ৭-৬ (৭-৩), ৪-৬, ৬-২ ও ৬-৩ ব্যবধানে। এ নিয়ে ফ্রিটজের বিপক্ষে টানা ৯ বার জিতলেন তিনি। আর মেলবোর্নে টানা ৩৩তম।

এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের রেকর্ড ১১তম শিরোপা জেতার পথে আরও একধাপ এগিয়ে গেলেন। এটা জিততে পারলে রেকর্ড ২৫তম গ্র্যান্ডস্লাম শোকেসে তুলবেন জকোভিচ।

আরো পড়ুন:

ম্যাচ শেষে সার্বিয়ান তারকা বলেন, ‘প্রথম কয়েক সেটে বেশ ভুগতে হয়েছে আমাকে। অবশ্য সেটা তার সেরা মানের পারফরম্যান্সের কারণে। সে খুব ভালো সার্ভ করতেছিল। লাইনের বেশ কাছাকাছি অবস্থান করছিল। সে আমাকে বেশ চেপে ধরেছিল। আমাকে অধিকাংশ সময় ব্যাকফুটে খেলতে হয়েছে। সঠিক টাইমিং পাওয়াটা বেশ কঠিন হয়ে যাচ্ছিল।’

এ নিয়ে ক্যারিয়ারে তৃতীয় এবং অস্ট্রেলিয়ান ওপেনে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেললেন ফ্রিটজ। বিশ্বসেরা টেনিস তারকাকে বেশ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনি। আদায় করে নিয়েছিলেন দুটি সেট পয়েন্টও। প্রথম সেটটিকেই নিয়ে গিয়েছিলেন টাইব্রেকে। এরপর পরের সেটটি জিতে সমতাও ফিরিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়