ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আলভেজকে আর্থিক সহায়তা দিয়ে তোপের মুখে নেইমার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৫:১৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
আলভেজকে আর্থিক সহায়তা দিয়ে তোপের মুখে নেইমার

ধর্ষণের ঘটনায় ব্রাজিলিয়ান তারকা দানি আলভেকেজ দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছে স্পেনের আদালত। সেই সঙ্গে আর্থিক জরিমানাও করা হয়েছে। আর এখানেই আলভেজের সঙ্গে তোপের মুখে পড়েছেন আরেক ব্রাজিলিয়ান তারকা নেইমারও। সতীর্থকে সহায়তা করায় স্বদেশীদের তোপের মুখে পড়েছেন সাবেক বার্সেলোনা তারকা।

ধর্ষণের অভিযোগে আদালত আলভেজকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ১ লাখ ৫০ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। তবে স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, অভিযোগ প্রমাণিত হলে ৯ বছরের জেলও হতে পারতো। কিন্তু অর্থের বিনিময়ে সাজার পরিমাণ কমিয়েছেন আলভেজ। 

আরো পড়ুন:

ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএলের দাবি, ক্ষতিপূরণের অর্থের পুরোটাই দিয়েছে নেইমারের পরিবার। ধর্ষককে অর্থ দিয়ে সাহায্য করায় নেইমারকে ধুয়ে দিয়েছেন ব্রাজিলের ওয়ার্কাস পার্টির প্রেসিডেন্ট গ্লেইসি হফম্যান। তিনি বলেন, ‘ধর্ষক দানি আলভেজের শাস্তিটা অনুকরণীয়। এটা দেখিয়েছে, সমাজ যৌন হেনস্তাকারী আর নারীবিদ্বেষীদের বরদাস্ত করে না।’

তিনি আরও বলেন, ‘অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে সে (আলভেজ) অর্থ ধার করেছে নেইমারের কাছ থেকে। সে ক্ষতিপূরণ দিয়ে শাস্তি কমিয়েছে, যা কিনা ভুক্তভোগীর সমস্যার সমাধান করবে না। এটা তাদের যন্ত্রণাও লাঘব করতে পারবে না।’

এদিকে সাজা কম হয়ে গেছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্রাজিলের মহিলাবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী চিদা গনকালভেস। তিনি স্পোর্ত পত্রিকাকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘এমন নৃশংস অপরাধের জন্য শাস্তিটা খুব কম হয়ে গেছে।’

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়