ঢাকা     সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

ফাইনালে হেরেও খুশি কুমিল্লার কোচ সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫৯, ১ মার্চ ২০২৪   আপডেট: ০০:০৩, ২ মার্চ ২০২৪
ফাইনালে হেরেও খুশি কুমিল্লার কোচ সালাউদ্দিন

পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ খেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাউন্ড রবিন লিগে দ্বিতীয় হয়ে প্লে-অফে নাম লেখায়। রংপুর রাইডার্সকে প্রথম কোয়ালিফায়ারে উড়িয়ে ফাইনালে নাম লেখায়। কিন্তু ফাইনালে ফরচুন ববরিশালের বিপক্ষে মুখ থুবড়ে পড়ে তারকায় ভরা কুমিল্লার পারফরম্যান্স। 

ফাইনালে বরিশালের কাছে ৬ উইকেটে হারের পর দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, হারের পরও তিনি খুশি। কারণ ব্যাখায় দেশসেরা এই কোচ জানান, দেশি ক্রিকেটাররা কুমিল্লার হয়ে দারুণ খেলেছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

টস হেরে ব্যাটিং করতে কুমিল্লা ১৫৪ রান করে থামে। তাড়া করতে নেমে সহজেই মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় বরিশাল। টুর্নামেন্ট জুড়ে দারুণ খেলা তাওহীদ হৃদয় ফাইনালে ১৫ রানের বেশি করতে পারেননি। এ ছাড়া লিটন দাসও ১৬ রানের বেশি করতে পারেননি। এই দুজনের পারফরম্যান্স প্রভাব ফেলে কুমিল্লার ব্যাটিংয়ে।

পুরো টুর্নামেন্টে কুমিল্লার তাওহীদ হৃদয় ৪৬২ রান ও লিটন দাস ৩৯১ রান করেন। বল হাতে তানভীর মোট ১৩ উইকেট ও মোস্তাফিজুর রহমানও নেন ১৩ উইকেট।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়