ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিপিএলে কে কোন পুরস্কার পেলেন?

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৫, ১ মার্চ ২০২৪   আপডেট: ২৩:০৭, ১ মার্চ ২০২৪
বিপিএলে কে কোন পুরস্কার পেলেন?

বিপিএল ফাইনালে ছিল পুরস্কারের ছড়াছড়ি। সেরা ব্যাটসম্যান, সেরা বোলার, সেরা খেলোয়াড়, সেরা ফিল্ডারের পুরস্কার দিয়েছে আয়োজকরা। ফরচুন বরিশালের শিরোপা উদযাপনের রাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

কে কোন পুরস্কার পেয়েছে এক নজরে দেখে নেয়া যাক।

আরো পড়ুন:

বিপিএলের প্রাইজমানি:
প্লেয়ার অব দ্য ফাইনাল: কাইল মায়ার্স – ১ উইকেট ও ৪৬ রান (৫ লাখ টাকা),
বেস্ট ফিল্ডার অব দ্য টুর্নামেন্ট: নাঈম শেখ – ৮ ক্যাচ (৩ লাখ টাকা),
সর্বোচ্চ উইকেট শিকারি: শরিফুল ইসলাম – ২২ উইকেট (৫ লাখ টাকা),
সর্বোচ্চ রান সংগ্রাহক: তামিম ইকবাল - ৪৯২ রান (৫ লাখ টাকা),
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: তামিম ইকবাল - ৪৯২ রান (১০ লাখ টাকা),
রানার্স-আপ টিম: কুমিল্লা ভিক্টোরিয়ান্স (১ কোটি টাকা),
চ্যাম্পিয়ন টিম: ফরচুন বরিশাল (২ কোটি টাকা)।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়