ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

পিএসএল’র ষষ্ঠ হ্যাটট্রিক আকিল হোসেনের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১৫, ৮ মার্চ ২০২৪  
পিএসএল’র ষষ্ঠ হ্যাটট্রিক আকিল হোসেনের

পাকিস্তান ক্রিকেট লিগের (পিএসএল) ইতিহাসে আরও একটি হ্যাটট্রিক হলো আজ শুক্রবার রাতে। পেশাওয়ার জালমির বিপক্ষে ১৬তম ওভারে হ্যাটট্রিক করেন কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলা ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার আকিল হোসেন। যা পিএসএলের ইতিহাসে ষষ্ঠ হ্যাটট্রিক।

এদিন ১৬তম ওভারে তিনি হ্যাটট্রিক করার পথে আউট করেন আমের জামাল, মেহরান মুমতাজ ও লুক উডকে। যা এবারের আসরে প্রথম হ্যাটট্রিক।

প্রথম তিন ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। শেষ ওভার করতে এসে প্রথম বলে দেন ১ রান। রোভম্যান পাওয়েল কাভারে ঠেলে দিয়ে প্রান্ত বদল করেন। পরের বলে আমেরকে আউট করেন। পরের বলে ফেরান মেহরানকে। আর চতুর্থ বলে লুক উডকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন তিনি।

আরো পড়ুন:

যদিও তার হ্যাটট্রিকের ম্যাচে বাবর আজমের ফিফটি (৫৩), টম কোহলে (৩৩), সিয়াম আইয়ুব (৩০) ও পাওলের (২৮*) ব্যাটে ভর করে ৮ উইকেটে ১৯৬ রানের বড় সংগ্রহ দাঁড় করে।

আকিলের আগে ২০২৩ সালে আব্বাস আফ্রিদি, ২০১৯ সালে মোহাম্মদ সামি, ২০১৮ সালে ইমরান তাহির ও জুনাইদ খান এবং ২০১৬ সালে মোহাম্মদ আমির পিএসএলে হ্যাটট্রিক করেছিলেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়