ঢাকা     শনিবার   ০৭ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩১

তাইবুরের অলরাউন্ড নৈপুণ্যে শেখ জামালের জয়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৪, ১৫ এপ্রিল ২০২৪  
তাইবুরের অলরাউন্ড নৈপুণ্যে শেখ জামালের জয়

পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের দশম রাউন্ডের ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হয়েছিল।

ম্যাচে পারটেক্স আগে ব্যাটিং করতে নেমে মাত্র ২০৫ রানে গুটিয়ে যায়। জবাবে শেখ জামাল ৪৬ ওভারে ম্যাচ জিতে যায়। তাদের জয়ের নায়ক স্পিন অলরাউন্ডার তাইবুর রহমান। বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে ৩৯ রানে অপরাজিত থাকেন।

শেখ জামালের নিয়ন্ত্রিত বোলিংয়ে পারটেক্সের ব্যাটিং একটুও ভালো হয়নি। দলের কোনো ব্যাটসম্যান ত্রিশের ঘর পেরুতে পারেননি। সর্বোচ্চ ৩৫ রান করেন আহরার আমিন। এছাড়া জিহাদুজ্জামান ৩২ ও তানবীর ৩০ রান করেন। বল হাতে শেখ জামালের সেরা ছিলেন পেসার শফিকুল ইসলাম। ৩২ রানে ৪ উইকেট নেন বাঁহাতি পেসার। এছাড়া তাইবুর পেয়েছেন ৩ উইকেট।

আরো পড়ুন:

লক্ষ্য তাড়ায় শেখ জামালের হয়ে হাল ধরেন অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান। তার অধিনায়কোচিত ৭৬ রানের ইনিংসে জয়ের পথ সুগম হয়। ওপেনিংয়ে সৈকত আলী ৬১ বলে করেন ৪১ রান। এছাড়া সাইফ হাসান ১৭, রবিউল ইসলাম ২০ ও ফজলে মাহমুদ ১২ রানে আউট হন। ভালো করতে পারেননি ইয়াসির আলী চৌধুরীও। ১ রানে ফেরেন সাজঘরে। সোহান ও তাইবুরের অবিচ্ছিন্ন ১০৫ রানের জুটিতে জয় পায় শিরোপার প্রত্যাশায় থাকা দলটি। সোহান ৭৫ বলে ৮ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান। তাইবুরের ৩৯ রানের ইনিংসে ছিল ৫ চার।

১০ ম্যাচে শেখ জামালের এটি অষ্টম জয়। অন্যদিকে পারটেক্সের ১০ ম্যাচে নবম পরাজয়।

ইয়াসিন/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়