ঢাকা     শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩১

নিউ জিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন রিজওয়ান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৬, ২৪ এপ্রিল ২০২৪   আপডেট: ২২:৪০, ২৪ এপ্রিল ২০২৪
নিউ জিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন রিজওয়ান

আগামীকাল বৃহস্পতিবার সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউ জিল্যান্ড। তার আগে দুঃসংবাদ শুনতে হলো পাকিস্তানকে। তৃতীয় ম্যাচে ইনজুরিতে পড়া মোহাম্মদ রিজওয়ান এই সিরিজে আর খেলতে পারবেন না।

রিজওয়ান হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন। সেরে উঠতে তার দশদিনের মতো সময় লাগবে।

রিজওয়ানের আগে ইনজুরিতে পড়েছিলেন আজম খান। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে হাসিবুল্লাহ খানকে। চলতি বছরের শুরুতে এই নিউ জিল্যান্ডের বিপক্ষেই তার অভিষেক হয়েছিল।

আরো পড়ুন:

রিজওয়ান ও আজম না থাকায় উইকেটরক্ষক হিসেবে হাসিবুল্লাহ খেলতে পারেন বাকি দুই ম্যাচে।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয়টিতে পাকিস্তান দাপুটে জয় পায়। তবে তৃতীয়টিতে পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরায় নিউ জিল্যান্ড। বৃহস্পতিবারের ম্যাচ জিতে উভয় দলের সামনে সুযোগ রয়েছে সিরিজে এগিয়ে যাওয়ার।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়