ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

সমতার লক্ষ্যে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ৩০ এপ্রিল ২০২৪   আপডেট: ১৬:৪৫, ৩০ এপ্রিল ২০২৪
সমতার লক্ষ্যে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ 

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটিতে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। এবার সমতা আনার লক্ষ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে নিগার সুলতানা জ্যোতির দল। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (৩০ এপ্রিল) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। খেলা দেখা যাবে সরাসরি টি-স্পোর্টসে। 

দুই দলই মাঠে নেমেছে এক পরিবর্তন নিয়ে। বাংলাদেশ একাদশে এসেছেন রিতু মনি, বাদ পয়েছেন স্বর্ণা আক্তার। অন্যদিকে ভারত একাদশে ইয়াস্তিকা ভাটিয়ার পরিবর্তে এসেছেন হেমালতা। 

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জোতি, নাহিদা আক্তার, দিলারা আক্তার দোলা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন, মিস্টার ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি। 

ভারত একাদশ: হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, হেমালতা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, সাজানা সাজীবান, রিচা ঘোষ, পূজা ভাস্ত্রকার, রেণুকা সিং ঠাকুর, শ্রেয়াঙ্কা পাতিল, রাধা যাদব।

ঢাকা/রিয়াদ/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়