ঢাকা     শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩১

ট্রফিহীন রোনালদো, দেখা পাওয়া গেল নেইমারের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ১২ মে ২০২৪  
ট্রফিহীন রোনালদো, দেখা পাওয়া গেল নেইমারের

সৌদি প্রো লিগে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত লিগ শিরোপার দেখা পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি মৌসুমেও ট্রফিহীন থাকলেন আল নাসর তারকা। আল হাজমকে ৪-১ গোলে হারিয়ে ৩ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে ফেলেছে নেইমারের দল আল হিলাল।

আল হিলালে যোগ দেওয়ার পর থেকেই চোটের সঙ্গে লড়াই করছেন নেইমার। ফলে চলতি মৌসুমে আর মাঠে নামা হয়নি তার। তবে মাঠে না নামলেও দলের শিরোপা জয়ে শামিল হয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা।

নেইমার মেয়েকে নিয়ে এসেছিলেন আল হিলালের শিরোপা জয় উদ্‌যাপনে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাও করে প্রচার করেছে আল হিলাল। তাতে নেইমারকে বেশ হাসিখুশি অবস্থায় দেখা গেছে। 

আরো পড়ুন:

চলতি মৌসুমে আল হিলাল শিরোপা নিশ্চিত করেছে অপরাজিত থেকে। এখন পর্যন্ত ৩১ ম্যাচের একটিতেও হারেনি তারা। ২৯ জয় আর ২ ড্রয়ে তাদের পয়েন্ট ৮৯। সমান ম্যাচে আল নাসরের পয়েন্ট ৭৭। ২৫টি জয়, ২ ড্র আর ৪ হার নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোনালদোর দল।

রোনালদোর সামনে অবশ্য একটি ট্রফি জেতার সুযোগ এখনো রয়েছে। ৩১ মে কিংস কাপের ফাইনালে আল হিলালের মুখোমুখি হবে আল নাসর। সেই ম্যাচে জিতলে প্রতিশোধ নেওয়া হবে আল নাসরের। আর হারলে ৩৯ বছর বয়সী পর্তুগিজ তারকার ভাগ্যে জুটবে আরও একটি হতাশার রাত।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়