ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

ইংল্যান্ডের কোচ মট বরখাস্ত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ৩০ জুলাই ২০২৪  
ইংল্যান্ডের কোচ মট বরখাস্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর ইংল্যান্ডের সাদা বলের প্রধান কোচ ম্যাথিউ মটকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিককে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অধিনায়ক হিসেবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আস্থা রেখেছে জস বাটলারের ওপরেই। আজ মঙ্গলবার ইসিবি’র পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

৫০ বছর বয়সী অস্ট্রেলিয়ান কোচ মটকে ২০২২ সালে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার তত্ত্বাবধানে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ইংলিশরা। কিন্তু ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয় ২০১৯ সালের চ্যাম্পিয়নরা। নয় ম্যাচ থেকে মাত্র তিনটিতে জিতেছিল তারা। এবার ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের কাছে হেরে যায় তারা। ব্যর্থ হয় টি-টোয়েন্টি বিশ্বকাপেও শিরোপা ধরে রাখতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই ইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক রব কি জানিয়েছিলেন, কোচ হিসেবে মট ও অধিনায়ক হিসেবে বাটলার যে থাকবেন তার কোনো নিশ্চয়তা নেই। টুর্নামেন্ট রিভিউ করতে রব কি দুজনের সঙ্গেই বৈঠক করেন। সেই বৈঠক শেষে জানা যায়, বাটলার থাকছেন। কিন্তু মটকে চুক্তির মেয়াদ ২ বছর হাতে থাকতেই বিদায় নিতে হচ্ছে।

ইংল্যান্ড এখন পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুতি নিবে।

এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে ইংল্যান্ডের পরবর্তী সাদা বলের প্রধান কোচ হতে পারেন শ্রীলঙ্কার সাবেক গ্রেট কুমার সাঙ্গাকারা। লঙ্কান এই ক্রিকেটারকে পেতে আগ্রহ দেখিয়েছে ইসিবি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়