ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশ-পাকিস্তান: করাচি টেস্টে দর্শক প্রবেশ নিষিদ্ধ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ১৪ আগস্ট ২০২৪   আপডেট: ১৭:০৬, ১৪ আগস্ট ২০২৪
বাংলাদেশ-পাকিস্তান: করাচি টেস্টে দর্শক প্রবেশ নিষিদ্ধ

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের একটিতে দর্শক প্রবেশ নিষিদ্ধ থাকছে। করাচি ন্যাশনাল স্টেডিয়ামের সংস্কার কাজ চলায় এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বুধবার (১৪ আগস্ট) এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে পিসিবি। ৩০ আগস্ট থেকে করাচিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট থেকে। 

আরো পড়ুন:

বিবৃতিতে পিসিবি জানায়, ‘আমাদের আবেগপ্রবণ দর্শকরা ক্রিকেটে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আমরা বুঝি, দর্শকরাই আমাদের খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগায়। দর্শকদের স্বাস্থ্য এবং নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সব কিছু বিবেচনা করার পর আমাদের মনে হয়েছে, দ্বিতীয় টেস্টটি দর্শক ছাড়াই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।’

দুঃখ প্রকাশ করে পিসিবি জানায়, ‘দর্শকদের সাময়িক অসুবিধার জন্য আমরা গভীরভাবে দুঃখিত, আমরা ভক্তদের আশ্বস্ত করতে চাই যে চলমান স্টেডিয়াম সংস্কার তাদের অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে। এই সংস্কার হলো আমাদের প্রতিশ্রুতির অংশ, যাতে ভেন্যুটিকে আরও দর্শকবান্ধব করে তোলা যায় এবং এটিকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এর জন্য প্রস্তুত করা যায়।’

যারা ইতোমধ্যে টিকিট কিনেছেন তা ফেরত দেবে পিসিবি, ‘এই সিদ্ধান্তের ফলে, দ্বিতীয় টেস্টের টিকিট বিক্রি স্থগিত করা হয়েছে। যারা ইতোমধ্যে টিকিট কিনেছেন তারা স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন।’ 

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়