ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাত বছরের চুক্তিতে ফেলিক্সকে দলে ভেড়ালো চেলসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ২২ আগস্ট ২০২৪   আপডেট: ১০:১৮, ২২ আগস্ট ২০২৪
সাত বছরের চুক্তিতে ফেলিক্সকে দলে ভেড়ালো চেলসি

প্রিমিয়ার লিগের দল চেলসির আক্রমণভাগের খেলোয়াড় সংকট বহুদিনের। সেই সংকট কমাতে আরেকজন খেলোয়াড় যোগ করেছে তারা। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে জোয়াও ফেলিক্সকে কিনে নিয়েছে দলটি। সাত বছরের চুক্তিতে স্টামফোর্ড ব্রিজে পাড়ি জমিয়েছেন এই ফরোয়ার্ড। 

বুধবার (২১ আগস্ট) এক বিবৃতিতে ফেলিক্সকে দলে টানার বিষয়টি নিশ্চিত করেছে চেলসি। ২০৩১ সাল পর্যন্ত স্টামফোর্ড ব্রিজের ক্লাবটিতে থাকবেন এই পর্তুগিজ ফুটবলার। এখনো আর্থিক লেনদেনের বিষয়টি খোলাসা করেনি তারা। তবে ইংলিশ গণমাধ্যমের খবর, এই খেলোয়াড়কে কিনতে চার কোটি ৬০ লাখ পাউন্ড খরচ হয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটির।

আরো পড়ুন:

এর আগে ২০২২-২৩ মৌসুমে ছয় মাসের জন্য চেলসিতে ধারে খেলেছিলেন ফেলিক্স। সেবার দলটির হয়ে ২০ ম্যাচে চারটি গোল করেন তিনি। এরপর গত মৌসুমে লা লিগার দল বার্সেলোনায় ধারে খেলেন ফেলিক্স। কাতালান ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে ১০ গোল করেন তিনি।

২০১৯ সালে বেনফিকা থেকে ফেলিক্সকে দলে টানে অ্যাটলেটিকো। ক্লাবটির ২০২১ সালে লা লিগা শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। সব মিলিয়ে দলটির হয়ে ১৩১ ম্যাচে ৩৪ গোল করেন এই তরুণ।

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়