ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যেমন বাংলাদেশ প্রত্যাশা তামিমের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ২৪ আগস্ট ২০২৪   আপডেট: ১৭:২৫, ২৪ আগস্ট ২০২৪
যেমন বাংলাদেশ প্রত্যাশা তামিমের

স্মরণকালের ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাংলাদেশের কয়েকটি জেলা। দেশের এই দুঃসময়ে সবাই এক কাতারে এসে দাঁড়িয়েছেন। যেখানে নেই কোনো ভেদাভেদ বা বিদ্বেষ। বন্যাকবলিতদের উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রমে স্বতঃস্ফূর্ত ঢল নেমেছে মানুষের। এই দৃশ্য ছুঁয়ে গেছে জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবালকে। এমন বাংলাদেশই দেখতে চেয়েছিলেন বলে জানিয়েছেন তামিম।

শনিবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দেন তামিম। উদ্ধার তৎপরতার কিছু ছবি একসঙ্গে করে তামিম লিখেন, ‘কেউ যদি আমাকে জিজ্ঞাসা করেন, বাংলাদেশ আপনার কাছে কী? আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলেন, কেমন বাংলাদেশ দেখতে চান? এই ছবিগুলো মেলে ধরব।’

আরো পড়ুন:

তামিম আরও লেখেন, ‘এ রকম আরও অনেক ছবি-ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই! সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ। যত বিপর্যয়, তত বন্ধন। যত সংকট, তত সমাধান। যত প্রলয়, তত প্রতিজ্ঞা।’

এর আগে দেশের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে গত পরশু জাতীয় দলের ক্রিকেটার লিটন দাসও নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, রুবেল হোসেন, নুরুল হাসান, এনামুল হক বিজয়রাও সাহায্যের জন্যে এগিয়ে আসার আহ্বান জানান।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়