ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তামিমকে ‘দালাল’ বলায় নাজমুলকে পদ থেকে সরানোর দাবি হামিনের 

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ১০ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:২৮, ১০ জানুয়ারি ২০২৬
তামিমকে ‘দালাল’ বলায় নাজমুলকে পদ থেকে সরানোর দাবি হামিনের 

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে না-যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যখন ক্রিকেট অঙ্গনে তীব্র আলোচনা চলছে, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালকের মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে করা ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয় ব্যান্ড মাইলসের সদস্য ও ক্রীড়ামোদী হামিন আহমেদ।

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি)। এক অনুষ্ঠানে টি–টোয়েন্টি বিশ্বকাপ এবং বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে মতামত তুলে ধরেন তামিম ইকবাল। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনিয়তার কথা বলেন তিনি। 

আরো পড়ুন:

সেই বক্তব্যের একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম। ‘ফ্রেন্ডস’ প্রাইভেসিতে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, “এইবার আরো একজন পরীক্ষিত ভারতীয় এজেন্টের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল।”

পোস্টটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনা। এ প্রসঙ্গ টেনে ক্ষোভ প্রকাশ করে হামিন আহমেদ ফেসবুক পোস্টে লেখেন: ক্রিকেটে কোনো উল্লেখযোগ্য অবদান না-রাখা একজন ব্যক্তি কীভাবে এমন গুরুত্বপূর্ণ পদে আসীন হন, তা তার বোধগম্য নয়। তামিম ইকবালের মতো দেশের অন্যতম সফল ও সম্মানিত ক্রিকেটারকে ‘দালাল’ বলা একেবারেই অগ্রহণযোগ্য ও আপত্তিকর বলে উল্লেখ করেন তিনি।

একই পোস্টে হামিন আহমেদ আরও লিখেন: একজন সাবেক জাতীয় ক্রিকেটার হিসেবে তিনি এই মন্তব্যের তীব্র নিন্দা জানান। তার মতে, ওই বিসিবি পরিচালক সস্তা মানসিকতার পরিচয় দিয়েছেন। দেশের ক্রিকেটের মর্যাদা রক্ষায় তাকে পদ থেকে সরানোরও দাবি জানান হামিন। পাশাপাশি তামিম ইকবালসহ দেশের সব ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীর কাছে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে এই ঘটনার পর তামিম ইকবালের পাশে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন একাধিক ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন স্পিনার তাইজুল ইসলাম, সাবেক অধিনায়ক মুমিনুল হক এবং পেসার তাসকিন আহমেদ। একই সঙ্গে ক্রিকেটারদের সংগঠন কোয়াবও বিসিবির কাছে একটি লিখিত প্রতিবাদপত্র পাঠিয়েছে বলে জানা গেছে।

ঢাকা/রাহাত//

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়