ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোনালদোর দলে ব্রাজিলের ফুটবলার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৬, ৩ সেপ্টেম্বর ২০২৪  
রোনালদোর দলে ব্রাজিলের ফুটবলার

সৌদি প্রো লিগে পাড়ি জমিয়েছেন ব্রাজিলের ফুটবলার অ্যাঞ্জেলো গাব্রিয়েল। রোনালদোর দল আল নাসরের হয়ে খেলবেন এই তরুণ। প্রিমিয়ার লিগের দল চেলসি থেকে আল নাসরে নাম লিখিয়েছেন গ্যাব্রিয়েল। মাত্র এক বছর স্টামফোর্ড ব্রিজের ক্লাবটিতে ছিলেন ১৯ বছর বয়সী কিশোর।

গণমাধ্যমের খবর, গাব্রিয়েলকে দলে টানতে ২ কোটি ৫০ লাখ ডলার খরচ করেছে আল নাসর। ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে গত বছর চেলসিতে যোগ দেন গাব্রিয়েল। কিন্তু প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে একটি ম্যাচও খেলতে পারেননি তিনি। গত মৌসুম ধারে ফরাসি ক্লাব ত্রাসবুরে খেলেন এই ফুটবলার।

আরো পড়ুন:

এবারের প্রাক-মৌসুমে চেলসির স্কোয়াডে ছিলেন গাব্রিয়েল। তবে এক বছর মাঠে নামতে না পারার দুঃখে ইংল্যান্ডকে বিদায় বলে দেন তিনি। চেলসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পাকাপাকিভাবে যোগ দিলেন তিনি সৌদি প্রো লিগের দলে।

গ্যাব্রিয়েলের অভিষেকটা হয়েছিল হাঁকডাক ছড়িয়ে। মাত্র ১৫ বছর ৩০৮ দিন বয়সে সান্তোসের হয়ে শীর্ষ পর্যায়ের ফুটবলে অভিষেক গাব্রিয়েলের। ব্রাজিলের জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার ছিলেন তিনি।

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়