ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যে কারণে পেনাল্টি মিস করে কেঁদেছেন রোনালদো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ২৯ আগস্ট ২০২৪   আপডেট: ১৫:২২, ২৯ আগস্ট ২০২৪
যে কারণে পেনাল্টি মিস করে কেঁদেছেন রোনালদো

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সবশেষ আসরে হতাশাজনক বিদায় হয়েছে পর্তুগালের। তবে তাদের বিদায়ের চেয়ে বিস্ময়কর ছিল পেনাল্টি মিস করে ক্রিস্টিয়ানো রোনালদোর কান্না। ইস্পাত-কঠিন দৃঢ়তা আর অদম্য মানসিকতার রোনালদোর কেন এই কান্না? দুই মাস পর নিজেই এবার সেটা ব্যাখ্যা করলেন রোনালদো।

জুলাইয়ের ১ তারিখে ইউরোর শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি পর্তুগাল ও স্লোভেনিয়া। ম্যাচ যখন তুঙ্গে, তখন অতিরিক্ত ৩০ মিনিটের প্রথমার্ধের শেষ সময়ে পেনাল্টি পায় পর্তুগাল। তবে গোল করতে পারেননি রোনালদো। দারুণভাবে ঠেকিয়ে দেন স্লোভেনিয়ার গোলকিপার ইয়ান ওবলাক। এর পরপরই কান্নায় ভেঙে পড়েন পর্তুগিজ অধিনায়ক। 

আরো পড়ুন:

সেই কান্না নিয়ে বন্ধু রিও ফার্ডিনান্ডের সঙ্গে খোলামেলা আলোচনা করেছেন রোনালদো। ফার্ডিনান্ডের সঙ্গে সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘প্রশংসা করার চেয়ে সমালোচনা করা অনেক বেশি সহজ। আমাকে নিয়ে কথা বললে প্রথম পাতায় (পত্রিকার) জায়গা হবে, এটিই স্বাভাবিক। কারণ, বিশ্বে সবচেয়ে বেশি মানুষ আমাকেই অনুসরণ করে।’

‘সেটা স্রেফ আমার সুন্দর চেহারার কারণে নয়, সবকিছু মিলিয়েই-গোল, ফুটবল, ট্রফি, পরিবার, জীবনাচরণ। পেনাল্টি মিস করেছিলাম… ওবলাক দারুণভাবে বাঁচিয়েছিল। তবে এমন নয় যে, পেনাল্টি মিস করায় পর্তুগাল বাদ পড়ে যাবে, গোটা পৃথিবী আমার ওপর ভেঙে পড়বে, এসব কারণে কান্না করেছি।’- আরও যোগ করেন রোনালদো।

তিনি আরও বলেন, ‘যারা আমাকে চেনে না, তারা এসব জানে না। আগের ২৭ পেনাল্টির সবকটিই গোল করার পর ওই সময়ে পেনাল্টিতে ব্যর্থ হওয়ায় নিজের ভেতরই খারাপ লাগা কাজ করছিল। যে মানুষগুলো খেলা দেখতে স্টেডিয়ামে এসেছে, কারও সন্তান, কারও মা, কারও বান্ধবী.. তাদের কারণেই আমার খারাপ লেগেছে।’

কান্না করার কারণ জানিয়ে রোনালদো আরও বলেন, ‘তোমার কি মনে হয়, আমি সমালোচকদের কথা ভেবে কান্না করেছি? মোটেই না। আমি ব্যর্থ হয়েছিলাম, কারণ নিজের ওপর চাপ নিয়েছিলাম। ১১ বছর বয়স থেকেই সেই চাপ নিজের ওপর নিয়েছি যে, বিশ্বের সেরা ফুটবলার হতে চাই। তাই পেনাল্টি মিস করায় আমার খারাপ লেগেছে নিজেকে নিয়ে, ভক্ত-সমর্থক, তাদের পরিবারের জন্য।’

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়