ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবার ভারতকে হারিয়ে বিশ্বকে দেখাতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ৮ সেপ্টেম্বর ২০২৪  
এবার ভারতকে হারিয়ে বিশ্বকে দেখাতে চায় বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে জয়ের সুখস্মৃতি এখনও তরতাজা। জয়োৎসবে মেতে থাকার সময়ও নেই। এবার শুরু হচ্ছে নতুন মিশন। বাংলাদেশের সামনে এবার ভারত। তাদেরই মাটিতে বিরাট কোহলিদের হারিয়ে এবার বিশ্বকে দেখাতে চায় বাংলাদেশ।

পেস অ্যাটাকের অন্যতম শক্তি তরুণ পেসার শরিফুল ইসলাম এমনটাই মনে করেন, ‘ভারত তুলনামূলক টেস্টে পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকা দল। ওরা বড় একটা দল। আমার মনে হয় বড় দলের সঙ্গে যদি আমরা ভালো করি, তাহলে বিশ্ব আমাদের দেখবে।’

আরো পড়ুন:

পাকিস্তান সফর শেষে মাঝে তিন দিন বিশ্রাম শেষে রোববার (০৮ সেপ্টেম্বর) নিয়ে অনুশীলনে ফেরেন শরিফুল। মিরপুরে ঝরিয়েছেন ঘাম। তারই ফাঁকে বিসিবিকে দেওয়া সাক্ষাৎকারে ভারত সিরিজ নিয়ে লক্ষ্যের কথা জানান এই তারকা পেসার। 

১৫ সেপ্টম্বর ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়ে ভারতকে হারাতে মরিয়া লাল-সবুজের প্রতিনিধিরা, ‘আমার মনে হয় ভারত সিরিজটা ভালো করলে আমাদের ভালো লাগবে। আমরা চেষ্টা করব,  যেভাবে অনুশীলন করতেছি, সেভাবে ফল যেন আসে। আমরা চেষ্টা করব, আমরা যেন জয় দিয়ে শুরু করতে পারি। কারণ, আমরা একটা ভালো সিরিজ শেষ করেছি, আমাদের মধ্যে আত্মবিশ্বাস আছে...সেভাবে চেষ্টা করব।’

ভারতের বিপক্ষে খেলা হবে এসজি বলে। কোকাবুরা বলে অভ্যস্ত শরিফুলরা এখন এসজির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায় আছেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হচ্ছে, আরও ভালো মতো নেব। বল যেহেতু একটা ফ্যাক্ট, আমরা খেলছি কোকাবুরা বলে। এখন খেলব এসজিতে--এটার সঙ্গে আমরা যত মানিয়ে নিতে পারব, ততই আমাদের জন্য ভালো। সুতরাং বলের সঙ্গে মানিয়ে নিতে পারলে আমরা হয়তোবা ভালো একটা ফল পাব ইনশাল্লাহ।’

দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে সফর। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট কানপুরের গ্রিন পার্কে, ২৭ সেপ্টম্বর থেকে। ৬ অক্টোবর গোয়ালিয়রে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ৯ ও ১২ অক্টোবর দিল্লি ও হায়দরাবাদে।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়