ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাড়ে ৫ কোটি টাকায় বিক্রি হলো বিপিএলের স্পন্সরশিপ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ৫ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:৪০, ৫ নভেম্বর ২০২৪
সাড়ে ৫ কোটি টাকায় বিক্রি হলো বিপিএলের স্পন্সরশিপ

সাড়ে ৫ কোটি টাকায় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের স্পন্সরশিপ কিনেছে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি। ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের সব হোম সিরিজের স্বত্বও এই ব্যাংকটির কাছে। এবার যুক্ত হলো বিপিএলে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে। বুধবার আগামী বিপিএলের স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিকভাবে ডাচ-বাংলা ব্যাংকের নাম ঘোষণা করা হবে। এই বিষয়ে দুপুর ১২টায় একটি সংবাদ সম্মেলন ডেকেছে বিসিবি।    

আরো পড়ুন:

গত বোর্ড মিটিংয়ে বিপিএলের সূচি নির্ধারণ করে বিসিবি। ২০২৪ সালের ২৯ ডিসেম্বর মাঠে গড়াবে ১১তম বিপিএল। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে পরের বছরের ৭ ফেব্রুয়ারি।

এবারের বিপিএলের ৭টি দল হলো— ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।

পুরনো দলের মধ্যে নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ছাড়া বদল হয়েছে ঢাকার মালিকানা। পুনরায় ফিরে এসেছে দুর্বার রাজশাহী। 

উল্লেখ্য, দেশের ঘরোয়া ক্রিকেটেও পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে ব্যাংক। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চলছে মধুমতি ব্যাংকের পৃষ্ঠপোষকতায়। আর ঢাকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের স্পন্সরশিপ নিয়েছে মেঘনা ব্যাংক।

ঢাকা/রিয়াদ/এনএইচ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়