ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চ্যাম্পিয়নস ট্রফিতে নিউ জিল্যান্ডের ১৫ সদস্যের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ১২ জানুয়ারি ২০২৫   আপডেট: ১২:৫১, ১৪ জানুয়ারি ২০২৫
চ্যাম্পিয়নস ট্রফিতে নিউ জিল্যান্ডের ১৫ সদস্যের দল ঘোষণা

আসন্ন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউ জিল্যান্ড। নতুন অধিনায়ক মিচেল স্যান্টনারের নেতৃত্বে খেলবে কিউইরা। চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী দিনেই আয়োজক পাকিস্তানের মুখোমুখি হবে তারা।

দলে জায়গা পেয়েছেন পেস ত্রয়ী উইলিয়াম ও’রুরকে, বেন সিয়ার্স ও নাথান স্মিথ। তাদের সামনে সুযোগ প্রথমবার আইসিসির কোনো ইভেন্টে খেলার। এছাড়াও ম্যাট হেনরি ও লোকি ফার্গুসনের মতো অভিজ্ঞ পেসাররা আছেন দলে। এই দুইজন পঞ্চমবারের মতো আইসিসির কোনো ইভেন্টে খেলতে যাচ্ছেন। সবশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ অবদান রেখেছিলেন তারা দুজন।

আরো পড়ুন:

অধিনায়ক স্যান্টনার ছাড়াও স্পিন বিভাগে আছেন মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্র।

দলের মান ও মূল্য বৃদ্ধি করেছে অভিজ্ঞ কেন উইলিয়ামসন ও টম লাথামের উপস্থিতি। স্যান্টনার, উইলিয়ামসন ও লাথাম তিনজনই খেলেছিলেন সবশেষ ২০১৭ সালে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির আসরে। আর উইলিয়ামসন ২০১৩ সালেও খেলেছিলেন।

রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে জ্যাকব ডাফিকে। লোকি ফার্গুসন যদি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য খেলতে না পারেন তাহলে দলে জায়গা পেয়ে যেতে পারেন ডাফিও।

চ্যাম্পিয়নস ট্রফিতে আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তানের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড। এরপর ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ম্যাচে তারা লড়বে সবশেষ আসরের সেমিফাইনালিস্ট বাংলাদেশের বিপক্ষে। আর ২ মার্চ দুবাইতে নিউ জিল্যান্ডের শেষ ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ভারত।

নিউ জিল্যান্ড দল:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুরক, গ্লেন ফিলিপস, রচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন ও উইল ইয়ং।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়