ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৩৪৬ রানের ইনিংস খেলে ইরার রেকর্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ১২ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৮:৪৩, ১২ জানুয়ারি ২০২৫
৩৪৬ রানের ইনিংস খেলে ইরার রেকর্ড

বয়স মাত্র ১৪। এই বয়সেই নারী আইপিএলের নিলামে উঠেছিল তার নাম। কিন্তু সেখনে দল পাননি তিনি। তবে এবার ৩৪৬ রানের এক ইনিংস খেলে আলোচনায় উঠে এসেছেন ইরা যাদব।
    
নারীদের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ট্রফিতে মুম্বাইর হয়ে মেঘালয়ার বিপক্ষে রেকর্ড রানের এই ইনিংসটি খেলেন ইরা। ১৫৭ বল মোকাবিলা করে ৪২টি চার ও ১৬ ছক্কায় ৩৪৬ রান করেন। তার স্ট্রাইক রেট ছিল ২২০.৩৮। এটা ছিল নারীদের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে কাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। তার আগে কেউ এতো বেশি রানের ইনিংস খেলতে পারেননি ভারতে।

অবশ্য ইরার ৩৪৬ নারীদের বয়সভিত্তিক ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস নয়। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার লিজেলে লি খেলেছিলেন অপরাজিত ৪২৭ রানের ইনিংস।

আরো পড়ুন:

ইরার বিশাল রানের ইনিংসে ভর করে মুম্বাই ৩ উইকেটে ৫৬৩ রানের বিশাল সংগ্রহ পায়। জবাব দিতে নেমে মেঘালয়া মাত্র ১৯ রানে অলআউট হয়ে যায়। মুম্বাই জয় পায় রেকর্ড ৫৪৪ রানে। মেঘালয়ার ছয়জন ব্যাটার শূন্যরানে সাজঘরে ফেরেন।

আইপিএলের নিলামে বিক্রি না হলেও ১৪ বছর বয়সী ইরা ইতোমধ্যে ভারতের অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের দলে আছেন স্ট্যান্ডবাই হিসেবে। দলের সঙ্গে শিগগিরই তিনি মালয়েশিয়া যাবেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়