ঢাকা     মঙ্গলবার   ১৮ মার্চ ২০২৫ ||  চৈত্র ৫ ১৪৩১

বিপিএল ২০২৫ 

ফাইনালের আগেই সাড়ে ১১ কোটি টাকার টিকিট বিক্রি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ৬ ফেব্রুয়ারি ২০২৫  
ফাইনালের আগেই সাড়ে ১১ কোটি টাকার টিকিট বিক্রি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসর নানা বিতর্কে এসেছে খবরের শিরোনামে। তবে নানা আলোচনা-সমালোচনার মধ্যেও দর্শকের আগ্রহে ভাটা পড়েনি।

ফাইনালের আগে ৪৫ ম্যাচে সাড়ে ১১ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। রাইজিংবিডিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টিকিট কমিটি সূত্র নিশ্চিত করেছে। 

ফাইনালসহ হিসেব করলে এটি ১২ কোটি ছাড়িয়ে যাবে। টুর্নামেন্ট শুরুর আগে প্রাথমিক লক্ষ্য ছিল ১২ কোটি।

আরো পড়ুন:

টিকিট কমিটি সূত্র রাইজিংবিডি ডটকমকে জানায়, “ফাইনালের আগের হিসেবে আমাদের সাড়ে ১১ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। অনলাইনে হওয়াতে এবার টিকিট বিক্রিতে বোর্ড আর্থিকভাবে লাভবান হয়।”

ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে ৩০ ডিসেম্বর শুরু হয় দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। বিপিএলের একাদশ আসরে সাত দল অংশ নিয়েছে। 

এখন পর্যন্ত ৪৫টি ম্যাচ হয়েছে। ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে খেলাগুলো হয়। আগামীকাল ফাইনালে মিরপুর শের-ই-বাংলায় মুখোমুখি হবে বরিশাল-চিটাগং কিংস।

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়