ব্যথা পেয়ে অনুশীলন ছাড়লেন সৌম্য
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সোমবার (১০ ফেব্রুয়ারি, ২০২৫) মিরপুরে অনুশীলনের সময় ব্যথা পেয়ে মাঠ ছাড়েন সৌম্য সরকার। মৃত্যুঞ্জয়ের বাউন্স আঘাত করে সৌমর আঙ্গুলে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর মাঠ ছাড়েন।
ওয়েস্ট ইন্ডিজ সফরে আঙ্গুলের ইনজুরিতে পড়েছিলেন সৌম্য। সে কারণে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে খেলা হয়নি তার। এরপর সেই ইনজুরির কারণে খেলতে পারেননি সদ্য সমাপ্ত বিপিএলেও। কিন্তু আজ চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে অনুশীলন করার সময় ডান হাতে আঘাত পেলেন। তাকে স্ক্যান করার জন্য পাঠানো হয়েছে। সেটার রিপোর্ট হাতে পেলেই বোঝা যাবে ইনজুরির ধরনটা কেমন এবং কতোদিন লাগবে সেরে উঠতে।
আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বিকেলে ভারতের বিপক্ষে।
ঢাকা/রিয়াদ/আমিনুল