নিউ জিল্যান্ডের জন্য দুঃসংবাদ, ছিটকে গেলেন বেন সিয়ার্স

বেন সিয়ার্স ও জ্যাকব ডাফি
নিউ জিল্যান্ডের তারকা পেসার বেন সিয়ার্স ছিটকে গেছেন চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে জ্যাকব ডাফিকে।
করাচিতে ত্রিদেশীয় সিরিজে অনুশীলনের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন সিয়ার্স। সেটা থেকে সেরে উঠতে তার কমপক্ষে দুই সপ্তাহ লাগবে। সেক্ষেত্রে তিনি গ্রুপপর্বের শেষ ম্যাচ অর্থাৎ ভারতের বিপক্ষে খেলতে পারবেন। কিন্তু সেটা নিয়ে ঝঁকি নিতে চায়নি নিউ জিল্যান্ড। তাই তাকে দল থেকে সরিয়ে ডাফিকে অন্তর্ভূক্ত করা হয়েছে।
তবে সিয়ার্স ইনজুরিতে পড়ায় বেশ হতাশ হয়েছেন প্রধান কোচ গ্যারি স্টিড, ‘‘বেন সিয়ার্সের জন্য আমাদের সবার খুব খারাপ লাগছে। শেষ মুহূর্তে এসে কোনো বড় একটি টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া সব সময়ই কঠিন। তার ওপর এটা হতে যাচ্ছিল তার জন্য প্রথম কোনো আইসিসি ইভেন্ট। সে দারুণ সম্ভাবনাময় একজন খেলোয়াড়।’’
ডাফি ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তিনি এর আগে নিউ জিল্যান্ডের হয়ে ওয়ানডেতে ২৫.৯৪ গড়ে ও ৬.২৫ ইকোনোমিতে ১৮টি উইকেট নিয়েছেন। সবশেষ তিনি চলতি বছরের জানুয়ারিতে হ্যামিল্টনে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন। ৩০ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট।
নিউ জিল্যান্ড দল:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুরকে, গ্লেন ফিলিপস, রচিন রবীন্দ্র, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়ং ও জ্যাকব ডাফি।
ঢাকা/আমিনুল