এক যুগ পর ভারত চ্যাম্পিয়ন

:: সংক্ষিপ্ত স্কোর ::
নিউ জিল্যান্ড: ২৫১/৭ (৫০ ওভারে)
ভারত: ২৫৪/৬ (৪৯ ওভারে)
ফল: ভারত ৪ উইকেটে জয়ী এবং চ্যাম্পিয়ন
ম্যাচসেরা: রোহিত শর্মা (ভারত)
সিরিজ সেরা: রাচিন রবীন্দ্র (নিউ জিল্যান্ড), ২৬৩ রান ও ৩ উইকেট।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ এর ফাইনালে নিউ জিল্যান্ডকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। এর ফলে দীর্ঘ ১২ বছর পর তারা চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হলো। আজ রোববার (০৯ মার্চ, ২০২৫) বিকেলে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নিউ জিল্যান্ড আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৫১ রান করে। জবাবে ৬ উইকেট হারিয়ে ২৫৪ রান করে জয় নিশ্চিত করে ভারত। নিশ্চিত করে চ্যাম্পিয়নস ট্রফির তৃতীয় শিরোপা জয়ও।
হার্দিকের বিদায়, জয় থেকে ১১ রান দূরে ভারত:
জয় থেকে ১১ রান দূরে থাকতে আউট হলেন হার্দিক পান্ডিয়া। কাইল জেমিসনের করা ৪৮তম ওভারের তৃতীয় বলে কট অ্যান্ড বোল্ড হন হার্দিক। ১৮ বলে ১৮ রান করে যান তিনি। ১৫ বলে জিততে ভারতের প্রয়োজন ১১ রান। ৪৭.৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ২৪১ রান।
রাহুল-হার্দিকের ব্যাটে জয়ের পথে ভারত:
২০৩ রানের মাথায় অক্ষর বিদায় নিলেও রাহুল ও হার্দিক দলের প্রয়োজন মেটাচ্ছেন। তাদের দুজনের ব্যাটে জয়ের পথেই রয়েছে ভারত। ৪৬ ওভার শেষে ভারতের সংগ্রহ ২৩১। জিততে ২৪ বলে তাদের প্রয়োজন ২১ রান।
অক্ষরের বিদায়ে ম্যাচে ফিরল নিউ জিল্যান্ড:
২০৩ রানের মাথায় ফিরলেন অক্ষর প্যাটেলও। মাইকেল ব্রেসওয়েলের করা ৪২তম ওভারের তৃতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে লংঅফে উইলিয়াম ও’রুর্কের হাতে ধরা পড়েন অক্ষর। ৪০ বলে ১ চার ও ১ ছক্কায় ২৯ রানের ইনিংস খেলে যান। লোকেশ রাহুলের সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন হার্দিক পান্ডিয়া। ৪৩ ওভার শেষে ভারতের রান ৫ উইকেটে ২০৬। জিততে ৪২ বলে প্রয়োজন ৪৬ রান।
২০০ রান পেরিয়ে ভারত:
শ্রেয়াস আয়ার বিদায় নিলেও অক্ষর প্যাটেল ও লোকেশ রাহুল দেখে-শুনে ব্যাটিং করছেন। মারার বল পেলে মারছেন। তাদের ব্যাটে ভর করে ইতোমধ্যে ২০০ রান পেরিয়ে গেছে ভারত। ৪১ ওভার শেষে ভারতের সংগ্রহ ২০২ রান। অক্ষর ২৯ ও রাহুল ১২ রানে ব্যাট করছেন।
শ্রেয়াসের বিদায়ে নিউ জিল্যান্ডের স্বস্তি:
১৮৩ রানের মাথায় গিয়ে চতুর্থ উইকেট হারাল ভারত। মিচেল স্যান্টনারের বলে রাচিন রবীন্দ্রর হাতে ক্যাচ দিয়ে ফিরেন শ্রেয়াস। ৬২ বল খেলে ৪৮ রান করে যান তিনি। অক্ষরের সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন লোকেশ রাহুল।
শ্রেয়াস-আয়ারের ফিফটি রানের জুটিতে ভালো অবস্থানে ভারত:
চতুর্থ উইকেট জুটিতে শ্রেয়াস ও অক্ষর ইতোমধ্যে দলীয় সংগ্রহে ৬১ রান যোগ করেছেন। ৭০ বলে তারা অবিচ্ছিন্ন থেকে ৬১ রান তুলেছেন। তাদের দুজনের ব্যাটে ভর করে ১৮০ রান পেরিয়ে গেছে ভারত। শ্রেয়াস ৪৭ ও অক্ষর ১৮ রানে ব্যাট করছেন।
শ্রেয়াস-অক্ষরে দেড়শ পেরুল ভারত:
শ্রেয়ার আয়ার ও অক্ষর প্যাটেলের ব্যাটে ভর করে ৩৩ ওভারে ১৫০ রান পেরোয় ভারত। ৩ উইকেটে তাদের রান ১৫৪। শ্রেয়াস ৩১ ও অক্ষর ১০ রানে ব্যাট করছেন।
১৭ রানের ব্যবধানে ভারতের ৩ উইকেটের পতন:
নিউ জিল্যান্ড দারুণ সূচনার পর ১৮ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়েছিল। ভারত রোহিত শর্মার ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পেয়েছিল। ১৭ ওভারেই ছুঁয়েছিল শতরান। কিন্তু ১০৫ থেকে ১২২ রানে যেতে অর্থাৎ ১৭ রানের ব্যবধানে তারা হারল তিন-তিনটি উইকেট। প্রথমে গিল, এরপর কোহলি। আর ১২২ রানের মাথায় ফিরলেন ঝড় তোলা রোহিত। রাচিন রবীন্দ্রর করা ২৭তম ওভারের প্রথম বলে স্ট্যাম্পড হন রোহিত। যাওয়ার আগে ৮৩ বলে ৭টি চার ও ৩ ছক্কায় ৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে যান। শ্রেয়াস আয়ারের সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন অক্ষর প্যাটেল।
শতরান পেরুতেই ভারতের জোড়া উইকেটের পতন:
রোহিত শর্মার ঝড়ো ব্যাটিংয়ে ১৭ ওভারেই শতরান ছুঁয়ে ফেলে ভারত। রোহিত ও গিল ১১২ বলে দলীয় সংগ্রহে ১০৫ রান যোগ করেন। এরপর অবশ্য দ্রুত দুটি উইকেট হারায় ভারত। ১০৫ রানের মাথায় মিচেল স্যান্টনারের বলে শর্ট এক্সট্রা কাভারে দৌড়ে গিয়ে গিলের ক্যাচ তালুবন্দি করেন গ্লেন ফিলিপস। ৫০ বলে ১ ছক্কায় ৩১ রান করে ফেরেন গিল।
এরপর ১০৬ রানের মাথায় নতুন ব্যাটসম্যান কোহলিও ফিরেন সাজঘরে। মাইকেল ব্রেসওয়েলের করা ২০তম ওভারের প্রথম বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন কোহলি। ২ বল খেলে ১ রান করে যান তিনি।
রোহিতের সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন শ্রেয়াস আয়ার। ২০ ওভার শেষে ভারতের রান ২ উইকেটে ১০৮। রোহিত ৭০ ও আয়ার ১ রানে ব্যাট করছেন।
রোহিত ঝড়ে বিনা উইকেটে শতরান পেরিয়ে ভারত:
রোহিত শর্মার ঝড়ো ব্যাটিংয়ে বিনা উইকেটে শতরান পেরিয়ে গেছে ভারত। ১৮ ওভার শেষে ভারতের রান ১০৩। রোহিত ৭ চার ও ৩ ছক্কায় ৬৯ ও গিল ১ ছক্কায় ২৯ রানে ব্যাট করছেন।
রোহিতের ফিফটি, ভারতের উড়ন্ত সূচনা:
রান তাড়া করতে নেমে মারকুটে ব্যাটিং করছেন রোহিত শর্মা। মাত্র ৪১ বলে ৫টি চার ও ৩ ছক্কায় তিনি ফিফটি পূর্ণ করেন। এটা তার ওয়ানডে ক্যারিয়ারের ৫৮তম ফিফটি। তার সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে নামা শুভমান গিল ২১ বল খেলে করেছেন মাত্র ১০ রান। ১১ ওভার শেষে ভারতের রান বিনা উইকেটে ৬৫।
ভারতের উড়ন্ত সূচনা:
নিউ জিল্যান্ডের ছুড়ে দেওয়া ২৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে ভারত। রোহিত শর্মার ঝড়ো ব্যাটিংয়ে ৭.২ ওভারেই তারা ৫০ রান পেরিয়ে গেছে। ৮ ওভার শেষে ভারতের রান বিনা উইকেটে ৫৯। রোহিত ৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৭ রানে ও শুভমান গিল ১৪ বলে ৭ রানে ব্যাট করছেন।
২৫২ রানের টার্গেটে ব্যাট করছে ভারত:
নিউ জিল্যান্ডের ছুড়ে দেওয়া ২৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমেছে ভারত। যথারীতি ভারতের ইনিংসের গোড়াপত্তন করতে নেমেছেন রোহিত শর্মা ও শুভমান গিল।
ভারতকে লড়াকু টার্গেট ছুড়ল নিউ জিল্যান্ড:
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে লড়াকু টার্গেট ছুড়েছে নিউ জিল্যান্ড। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে তারা ২৫১ রান করে। জিততে ভারতকে করতে হবে ২৫২ রান।
নিউ জিল্যান্ডের রান ২৫১ পর্যন্ত পৌঁছায় ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েলের লড়াকু ব্যাটিংয়ে। ড্যারিল ১০১ বলে ৩ চারে ৬৩ রান করে আউট হলেও ব্রেসওয়েল মাত্র ৪০ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫৩ রানে অঅপরাজিত থাকেন। এছাড়া রাচিন রবীন্দ্র ৩৭ রান করেন ৪টি চার ও ১ ছক্কায়।
বল হাতে ভারতের কুলদীপ যাদব ১০ ওভারে ৪০ রান দিয়ে ২টি ও বরুণ চক্রবর্তী ১০ ওভারে ৪৫ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা।
সপ্তম উইকেট হারাল নিউ জিল্যান্ড:
দলীয় ২৩৮ রানের মাথায় সপ্তম উইকেট হারাল নিউ জিল্যান্ড। হার্দিক পান্ডিয়ার করা ৪৯তম ওভারের শেষ বলে দুই রান নিতে গিয়ে রান আউটে কাটা পড়েন মিচেল স্যান্টনার। ১০ বল খেলে ৮ রান করেন তিনি।
লড়াই করে ফিরলেন ড্যারিল:
দুই উইকেট পতনের পর মাঠে নেমেছিলেন ড্যারিল মিচেল। দল তখন বিপর্যয়ের মুখে। ১১তম ওভার থেকে হাল ধরে ৪৬ ওভারে গিয়ে আউট হন। ১০১ বল খেলে ৩ চারে ৬৩ রান করে যান তিনি। মোহাম্মদ শামির বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হন ড্যারিল। ব্রেসওয়েলের সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন মিচেল স্যান্টনার।
ড্যারিল-ব্রেসওয়েলে ২০০ পেরিয়ে নিউ জিল্যান্ড:
ষষ্ঠ উইকেটে ড্যারিল ও ব্রেসওয়েল দলীয় সংগ্রহে ৪৬ রান যোগ করেন ৪৭ বলে। তাদের দুজনের ব্যাটে ভর করে নিউ জিল্যান্ড ২০০ রান পেরিয়ে যায় ৪৫ ওভারে। ৫ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ২০১। ড্যারিল ৫৩ ও ব্রেসওয়েল ২৪ রানে ব্যাট করছেন।
পঞ্চম উইকেট হারাল নিউ জিল্যান্ড:
পঞ্চম উইকেট জুটিতে ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস ৮৭ বলে ৫৭ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার আশা জাগাচ্ছিলেন। কিন্তু দলীয় ১৬৭ রানের মাথায় ফিলিপসের বিদায়ে ভাঙে সেই আশা। বরুণ চক্রবর্তী ৩৮তম ওভারের পঞ্চম বলটি ৯২ কিলোমিটার গতিতে গুগলি করেন। সেটা বুঝতে পারেননি ফিলিপস। কাট করতে গিয়ে বোল্ড হয়ে যান। বল তার ব্যাট ছুঁয়ে স্ট্যাম্প এলোমেলো করে দেয়। ৫২ বল খেলে ২টি চার ও ১ ছক্কায় ৩৪ রান করে যান ফিলিপস।
৩৫ ওভারে দেড়শ রান পেরুল নিউ জিল্যান্ড:
দারুণ শুরুর পর দ্রুত তিনটি উইকেট হারায় নিউ জিল্যান্ড। তাতে তাদের রানের চাকা গতি হারায়। এরপর ড্যারিল ও ল্যাথাম ইনিংস মেরামত শুরু করার পর বেশিদূর যেতে পারেননি। ল্যাথামের বিদায়ে একশ রান পেরুতেই চতুর্থ উইকেট হারায় ব্ল্যাক ক্যাপসরা। সেখান থেকে ড্যারিল ও ফিলিপস মিলে ৭০ বলে ৪৫ রানের জুটি গড়েন ৩৫ ওভার পর্যন্ত। তাতে নিউ জিল্যান্ডের রান ৩৫ ওভার শেষে দাঁড়ায় ৪ উইকেটে ১৫৩। ড্যারিল ৪০ ও ফিলিপস ২৬ রানে ব্যাট করছেন।
শতরান পেরুতেই চতুর্থ উইকেট হারাল নিউ জিল্যান্ড:
দলীয় ১০৮ রানের মাথায় চতুর্থ উইকেট হারাল নিউ জিল্যান্ড। রবীন্দ্র জাদেজার করা ২৪তম ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লিউ হন টম ল্যাথাম। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ৩০ বল খেলে মাত্র ১৪ রান করে যান তিনি। ড্যারিল মিচেলের সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন গ্লেন ফিলিপস।
মিচেল-ল্যাথামে শতরান পেরিয়ে নিউ জিল্যান্ড:
দারুণ সূচনার পর ১৮ রানের ব্যবধানে তিন-তিনটি উইকেট হারায় নিউ জিল্যান্ড। দলীয় ৭৫ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় তারা। সেখান থেকে টম ল্যাথাম ও ড্যারিল মিচেলের জুটিতে ৬৬ বলে ৩৩ রান যোগ করেন তারা। ২৩ ওভার শেষে কিউইদের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান।
.............................................................................এইআই
কুলদীপের জোড়া আঘাত
বলটি ছিল ধীর গতির। ৮২ কিলোমিটারের বলটি সামনে এগিয়ে এসে, ফ্লিক করার চেষ্টা করলেন উইলিয়ামসন। বলটি লংঅনে ঠেলে রান করতে চেয়েছিলেন। তবে শটটি একটু আগে খেলে ফেলেছিলেন তিনি। ফিরতি ক্যাচ নিতে সম্যা হয়নি কুলদীপের।
উইলিয়ামসন- কট এন্ড বোল্ড, কুলদীপ ১১ (১৪ বল, ১টি চার, ০টি ছয়) স্ট্রাইক রেট: ৭৮.৫৭
কুলদীপের বলে বোল্ড রাচিন
স্পিন আসার সাথে সাথেই নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হন কিউই ব্যাটসম্যানরা। ইইয়ং ফেরার পর মাঝে দুটি ওভার যায়। এরপর কুলদীপের প্রথম বলেই রাচিন ফেরেন। এই চায়নাম্যানের গুগলি স্টাম্পে আঘাত করে রাচিনের।
রাচিন রাবীন্দ্রা- বোল্ড, বল- কুলদীপ ৩৭ (২৯ বল, ৪টি চার, ১টি ছয়) স্ট্রাইক রেট: ১২৭.৫৮
বরুণের ঘূর্ণি বিষে ফিরলেন ইয়ং
পেসারদের স্বাচ্ছন্দ্যে খেলছে দেখে দ্রুতি স্পিনার নিয়ে আসলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বরুণ চক্রবর্তী ব্যক্তিগত দ্বিতীয় ওভারেই ছন্দ পেয়ে যান। তার গুগলিতে কাঁটা পড়েন ইয়ং।
উইল ইয়ং- এলবিডাব্লিউ, বল- বরুণ, ১৫ (২৩ বল, ২টি চার, ০টি ছয়) স্ট্রাইক রেট: ৬৫.২১
জীবন পেলেন রাচিন
মোহাম্মদ শামির করা সপ্তম ওভারের তৃতীয় বলে স্ট্রেইট ড্রাভ করেন রাচিন। বিদ্যুৎ গতির বলটি ক্যাচ নেওয়ার চেষ্টা করেছিলেন শামি। তবে ক্যাচ ধরতে পারেননি, উল্টো জাতে ব্যাথা পান এই পেসার।
নিউ জিল্যান্ডের দারুণ সূচনা
নিউ জিল্যান্ডের দুই ওপেনার উইল ইয়াং ও রাচিন রাবীন্দ্রা দারুণ শুরু করছে। প্রথম ৬ ওভারে কোন ঝুঁকি না নিয়েই স্কোরবোর্ডে ৪৬ রান তুলেছে। তবে রাচিন কিছুটা আক্রমণাত্বক ভারতীয় বোলারদের ওপর। ১৮ বলে ২৮ রানে অপারাজিত আছেন এই বাঁহাতি ব্যাটার। অন্যদিকে ইয়ংয়ের সংগ্রহ ১৮ বলে ১১ রান।
চোটের কারণে শেষ পর্যন্ত ছিটকে গেলেন হেনরি
টস জিতে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, তাদের চেষ্টা থাকবে রান তুলে রাখার। স্যান্টনার, “এটি একটি ভাল ফাইনাল হতে চলেছে। পাকিস্তানের থেকে এই জায়গার কন্ডিশন আলাদা। আমরা রান তুলে রাখার চেষ্টা করব। ম্যাট হেনরি চোটের কারণে একাদশের বাইরে, তার জায়গায় খেলবে নাথান স্মিথ।”
অন্যদিকে টস হারা রোহিত বলেন, “আমরা রান তাড়া করতে পছন্দ করি। ভালো পিচ, খুব বেশি পরিবর্তন হয়নি। আমদের প্রথমে বল করতে হবে এবং মনে রাখতে হবে কিভাবে তাদের রুখে দেওয়া যায়। দিনের শেষে, যে বিষয়টি গুরুত্বপূর্ন তা হলো আপনি কতটা ভালো খেলতে চান। আমরা টস নিয়ে চিন্তা করতে চাই না। আমরা ভালো ক্রিকেট খেলেছি। নিউ জিল্যান্ড একটি দারুণ দল। আমদের দলে কোন পরিবর্তন নেই।”
নিউ জিল্যান্ড একাদশ: উইল ইয়াং, রাচিন রাভিন্দ্রা, কেইন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), নাথান স্মিথ, কাইল জেমিসন, উইলিয়াম ওরর্ক।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদ্বীপ যাদব, বরুণ চক্রবর্তী।
টস হেরেই যাচ্ছে ভারত
আবার টস হারল ভারত। টানা ১৫টি এক দিনের ম্যাচে টস হারল ভারতীয় দল। অন্যদিকে কাপ্তান হিসেবে রোহিত টানা ১২টি এক দিনের ম্যাচে টস হারলেন। টস জিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউ জিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার।
ঢাকা/নাভিদ/আমিনুল