ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়ানডেতে দুই বলের খেলার শর্ত পরিবর্তনের কথা ভাবছে আইসিসি

ক্রীড়া ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৫, ১৫ এপ্রিল ২০২৫   আপডেট: ০৮:১৩, ১৫ এপ্রিল ২০২৫
ওয়ানডেতে দুই বলের খেলার শর্ত পরিবর্তনের কথা ভাবছে আইসিসি

ওয়ানডে ক্রিকেটে দুই প্রান্ত থেকে দুটি নতুন বল ব্যবহার করায় খেলাটাকে আরও বেশি করে ব্যাটসম্যানদের খেলা বানিয়ে দিয়েছে। এমন অভিযোগ অনেক আগে থেকে করে আসছেন বোলাররা।

আইসিসির বর্তমান নিয়ম অনুযায়ী, ওয়ানডে ক্রিকেটে দুই প্রান্ত থেকে দুটি নতুন বলে খেলা শুরু হয়। তাতে একেকটি বলে ২৫ ওভার করে খেলা হয়। ফলে বল পুরোনো হয় না। রিভার্স করার সুযোগ পান না বোলাররা। যা ব‌্যাটসম‌্যানদের জন‌্য খেলাটাকে আরো সহজ করে দিয়েছে।

আরো পড়ুন:

ব্যাট এবং বলের মধ্যে কিছুটা ভারসাম্য ফিরিয়ে আনার লক্ষ্যে ওয়ানডেতে বিদ্যমান দুই বলের খেলার নিয়ম পরিবর্তনের কথা বিবেচনা করছে আইসিসি। এই সপ্তাহে হারারেতে আইসিসির সভায় ইনিংসের ৩৫তম ওভার থেকে মাত্র একটি বল ব্যবহারের সুপারিশ করা হয়েছে।

সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি বোর্ডের প্রধান নির্বাহীদের কাছে এই সুপারিশ করেছে। তাদের সুপারিশ অনুযায়ী, ফিল্ডিং দলকে ৩৪তম ওভারের পরে কোন বলটি দিয়ে খেলতে চান তা নির্বাচন করার সুযোগ দেওয়া হবে, যখন দুটি বলই ১৭ ওভারের পুরনো হবে। যে বলটি বেছে নেওয়া হবে না তা প্রয়োজনে অতিরিক্ত বল হিসেবে রাখা হবে।

ক্রিকেট কমিটি ২৫ ওভারের পর বল পরিবর্তনের কথা আগেই ভেবেছিল। কিন্তু কমিটির মধ্যে খুব বেশি সমর্থন পাওয়া যায়নি। তারা মনে করে ১৭ ওভারের জন্য বল ব্যবহার করার আগে কোনটি ব্যবহার করা বেশি উপযুক্ত তা সিদ্ধান্ত নেওয়া উচিত। বোর্ড এই মাসের শেষের দিকে এই পরিবর্তনের বিষয়ে তাদের মতামত জানাবে বলে আশা করা হচ্ছে। যদি ঐক্যমত্য হয়, তাহলে জুলাই মাসে আইসিসির বার্ষিক সাধারণ সভায় এটি আনুষ্ঠানিকভাবে রূপ দেওয়া হবে।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়