ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এএইচএফ কাপে দুর্দান্ত শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ১৮ এপ্রিল ২০২৫   আপডেট: ২২:০৮, ১৮ এপ্রিল ২০২৫
এএইচএফ কাপে দুর্দান্ত শুরু বাংলাদেশের

ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছে ২০২৫ এএইচএফ কাপ হকির লড়াই। টুর্নামেন্টের প্রথম দিনেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে বাংলাদেশের হকি দল ৫-১ ব্যবধানে হারিয়েছে কাজাখস্তানকে।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়া ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে শুরুতে কিছুটা চাপে থাকলেও শেষ দুই কোয়ার্টারে আগ্রাসী হকির প্রদর্শনীতে জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হন সোহানুর রহমান সবুজ।

আরো পড়ুন:

প্রথম কোয়ার্টারে বাংলাদেশের পক্ষে গোলের দেখা মেলেনি। তবে দ্বিতীয় কোয়ার্টারের ৯ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন খুলে দেন। ঠিক ছয় মিনিট পরেই কাজাখস্তান পাল্টা গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনে। দুই কোয়ার্টার শেষে স্কোর ছিল ১-১।

তৃতীয় কোয়ার্টারে শুরু হয় বাংলাদেশের দাপট। ৩৮ মিনিটে নাইম উদ্দিনের পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে আবার এগিয়ে নেন। এর এক মিনিট পরেই রাকিবুল হাসান ফিল্ড গোল করে ব্যবধান বাড়ান।

৪৪তম মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন সোহানুর রহমান সবুজ। ফলে স্কোরলাইন দাঁড়ায় ৪-১। ম্যাচের শেষদিকে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুল দ্বিতীয়বারের মতো বল জালে জড়ান। এর মাধ্যমে বাংলাদেশ ৫-১ ব্যবধানে জয় নিশ্চিত করে।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে রোববার, যেখানে প্রতিপক্ষ হবে স্বাগতিক ইন্দোনেশিয়া। গ্রুপে আরও রয়েছে শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। দুই গ্রুপের সেরা দুই দল পাবে সেমিফাইনালে খেলার সুযোগ এবং একইসঙ্গে নিশ্চিত করবে এশিয়া কাপের টিকিট।

উল্লেখ্য, গত চার আসরের এএইচএফ কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এবারও তারা নিজেদের আধিপত্য ধরে রাখার লক্ষ্যেই মাঠে নেমেছে। কাজাখস্তানের বিপক্ষে এই বড় জয় সেই লক্ষ্যে শক্ত এক পদক্ষেপ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়