ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

থাইল্যান্ডকে হারিয়ে এএইচএফ কাপ হকির সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৬, ২২ এপ্রিল ২০২৫   আপডেট: ২০:৪৮, ২২ এপ্রিল ২০২৫
থাইল্যান্ডকে হারিয়ে এএইচএফ কাপ হকির সেমিফাইনালে বাংলাদেশ

জাকার্তায় অনুষ্ঠিত এএইচএফ কাপ হকির উত্তেজনাপূর্ণ ও বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় থাইল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ পুরুষ হকি দল। এই টুর্নামেন্টে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে দারুণ ছন্দে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুরুর কোয়ার্টারে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও গোলের দেখা মেলেনি। দ্বিতীয় কোয়ার্টারে এসে ম্যাচে প্রাণ ফেরান অভিজ্ঞ আশরাফুল ইসলাম। পেনাল্টি কর্নার থেকে দারুণ এক গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন তিনি। তবে সেই আনন্দ বেশি সময় টেকেনি—মাত্র ছয় মিনিট পর থাইল্যান্ডের খেলোয়াড় ক্রাইউচ একটি ফিল্ড গোল করে স্কোরলাইন ১-১ করে দেন।

আরো পড়ুন:

বিরতির পর মাত্র চার মিনিটের মাথায় বাংলাদেশের হয়ে আবারও লিড এনে দেন তরুণ খেলোয়াড় আরশাদ হোসেন। ম্যাচের বাকি সময় দু’দলই গোল আদায়ের চেষ্টা চালালেও আর কেউ জালের দেখা পায়নি। ফলে ২-১ ব্যবধানেই মাঠ ছাড়ে বাংলাদেশ।

ম্যাচে জয়সূচক গোল করলেও সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আশরাফুল ইসলাম। তার গোলে বাংলাদেশ পায় গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু।

অন্যদিকে, এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত হলেও গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে শেষ চারে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে কাকে পাবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়