ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীলঙ্কা সফরে তাসকিনকে পাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ৬ মে ২০২৫   আপডেট: ১৯:১২, ৬ মে ২০২৫
শ্রীলঙ্কা সফরে তাসকিনকে পাচ্ছে বাংলাদেশ

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ছিটকে যাওয়ার পর আরব আমিরাত-পাকিস্তান সফরেও তাসকিন আহমেদকে পাচ্ছে না বাংলাদেশ। অবশেষে তাসকিনের মাঠে ফেরার সময় জানা গেল।

জুনে শ্রীলঙ্কা সফরের আগে তাসকিনকে পাওয়া যাবে। এক বিবৃতি দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন বিষয়টি। ১৭ জুন থেকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন সংস্করণের সিরিজ শুরু হবে।

আরো পড়ুন:

‘‘সফল পুর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে তাসকিন জুনের শুরুতে ম্যাচ ফিটনেস ফিরে পাবেন বলে আশা করা হচ্ছে” -বলছেন বিসিবির প্রধান চিকিৎসক।

গোড়ালির চোটের কারণে তাসকিনকে এক মাস পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। বিসিবির সাপোর্ট স্টাফের অধীনে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন তাসকিন। চিকিৎসকদের সঙ্গে পরামর্শের পর অস্ত্রপচার না করে পুনর্বসান প্রক্রিয়ার পরিকল্পনা করা হয়।

দেবাশীষ বলেন, “বিশেষজ্ঞদের মতে, তাসকিনের জন্য এখন সবচেয়ে উপযুক্ত পদ্ধতি হচ্ছে রক্ষণাত্মক, অর্থাৎ অপারেশন ছাড়াই চিকিৎসা। তার পুনর্বাসন কর্মসূচি এমনভাবে সাজানো হয়েছে, যাতে ধীরে ধীরে তার ফিটনেস ফিরে আসে এবং টেনডনের সমস্যাটিও নিয়ন্ত্রিত থাকে। আমরা তাসকিনের উন্নতির ব্যাপারে আশাবাদী।”

লন্ডনে তাসকিনের সঙ্গে ছিলেন দেবাশীষ চৌধুরী। তার চোট পর্যবেক্ষণ করেছেন একজন গোড়ালির সার্জন, একজন স্পোর্টস ফিজিশিয়ান ও একজন স্পোর্টস ফিজিওথেরাপিস্ট।

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়