ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিচেলের পাকিস্তানে না যাওয়ার বক্তব্য নিয়ে ব্যাখা দিলেন রিশাদ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ১১ মে ২০২৫   আপডেট: ২০:৫০, ১১ মে ২০২৫
মিচেলের পাকিস্তানে না যাওয়ার বক্তব্য নিয়ে ব্যাখা দিলেন রিশাদ

ভারত-পাকিস্তান যুদ্ধের জেরে বন্ধ হয়ে যায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। নাহিদ রানাসহ নিরাপদে দেশে ফেরেন রিশাদ হোসেন। এ সময়ের গণমাধ্যমে রিশাদের একটি বক্তব্য নিয়ে তুলকালাম ঘটে যায়।

ড্যারিল মিচেল আর কখনো পাকিস্তান যাবেন না রিশাদকে উদ্ধৃত করে এমন একটি প্রতিবেদনের পরই মূলত আলোচনা শুরু হয়। সেটির জেরে রিশাদ ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন , ‘‘পিএসএল যত দ্রুত সম্ভব ফিরে আসবে। বাংলাদেশের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং প্রার্থনা। ইনশাল্লাহ খুব দ্রুতই শান্তি ফিরে আসবে সবার মাঝে। এবং বিদেশি ক্রিকেটারদের উদ্দেশে একটাই বলতে চাই বাজে বা কোন ফেক নিউজ শুনে কেউ বিভ্রান্ত হবেন না। আমার পক্ষ থেকে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি বা ভুল করে থাকি বা ভুল নিউজ দিয়ে থাকি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।’’

আরো পড়ুন:

‘‘পিএসএলের ফ্যানদের উদ্দেশ্য একটাই বলতে চাই অনেক সাপোর্ট করেছেন আমাদেরকে। এবং অনেক আনন্দিত করেছেন। লাহোর কালান্দার্স একটা পরিবারের মতো। আমাদের সবসময় হাসি আনন্দ ঠাট্টা হয়। দোয়া করি যেন এরকম সবসময় থাকে।’’

এর আগে রিশাদ বলেছিলেন, “স্যাম বিলিংস, ড্যারিল মিচেল, কুশল পেরেরা, ডেভিড ভিসে, টম কারান… সকলেই ভয় পেয়ে গিয়েছিল। দুবাইয়ে নামার পর মিচেল বলল, সে আর কখনও পাকিস্তানে যাবে না, বিশেষ করে এমন পরিস্থিতিতে।’’

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়