আবহাওয়ায় বদলে গেল আইপিএলের সূচি, ফাইনালের ভেন্যু পরিবর্তন

সাময়িক যুদ্ধবিরতির পর মাঠে ফিরেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে আবহাওয়ার রোষ থেকে রক্ষা পেল না টুর্নামেন্টটি। প্রবল বর্ষণ ও প্রতিকূল পরিবেশের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচের ভেন্যু হঠাৎ করেই বদলে দিতে বাধ্য হলো আয়োজকরা। সবচেয়ে বড় চমক—আইপিএলের ফাইনাল আর হচ্ছে না কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে। বরং শেষ লড়াই অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
কলকাতা ও বেঙ্গালুরুতে টানা বৃষ্টির কারণে একাধিক ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল—২৩ মে’র আগে দক্ষিণ ভারতের বেশিরভাগ এলাকায় থাকবে ঝোড়ো থেকে অতি ঝোড়ো বৃষ্টিপাতের সম্ভাবনা। তারই প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে।
২৩ মে’র ম্যাচে বেঙ্গালুরুতে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হওয়ার কথা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। কিন্তু সেটি এখন হবে লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামে। এর ফলে কোহলিদের শেষ দুটি লিগ ম্যাচ হায়দরাবাদ ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে, দু’টিই তাদের ‘হোম’ ভেন্যুর বাইরে খেলতে হচ্ছে।
শুধু লিগ নয়, প্লে-অফের ভেন্যুতেও এসেছে নাটকীয় পরিবর্তন। নতুন সূচি অনুযায়ী:
২৯ মে: প্রথম কোয়ালিফায়ার– মুল্লানপুর, চণ্ডিগড়।
৩০ মে: এলিমিনেটর ম্যাচ– মুল্লানপুর, চণ্ডিগড়।
১ জুন: দ্বিতীয় কোয়ালিফায়ার– নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ।
ফাইনাল: নরেন্দ্র মোদি স্টেডিয়াম– আহমেদাবাদ।
প্রথমিক পরিকল্পনায় এই চারটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতা ও হায়দরাবাদে। কিন্তু টানা বৃষ্টির আশঙ্কায় সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়।
বেঙ্গালুরুর সর্বশেষ হোম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। সেই ম্যাচ থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল আবহাওয়ার অনিশ্চয়তা আইপিএলের গতি ব্যাহত করতে পারে। একাধিক স্টেডিয়ামে পানি জমে থাকা এবং মাঠ প্রস্তুতির অভাবে নিরাপদ বিকল্প ভেন্যু বেছে নেয় কর্তৃপক্ষ।
ঢাকা/আমিনুল