ঢাকা     সোমবার   ২৩ জুন ২০২৫ ||  আষাঢ় ৯ ১৪৩২

আইপিএলে নতুন ইতিহাসের পাতায় হার্শাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ২০ মে ২০২৫   আপডেট: ১৮:৫৫, ২০ মে ২০২৫
আইপিএলে নতুন ইতিহাসের পাতায় হার্শাল

ভারতীয় ক্রিকেটে হয়তো জাতীয় দলের হয়ে তার যাত্রা খুব বড় নয়, কিন্তু আইপিএলে হার্শাল প্যাটেল নামটাই যেন ধারাবাহিকতা ও নিষ্ঠার প্রতিচ্ছবি। বয়স ৩৪ হলেও গতকাল তিনি এমন এক রেকর্ড গড়লেন, যা তাকে জায়গা করে দিল আইপিএলের ইতিহাসের অন্যতম সফল পেসারদের কাতারে।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা এই ডানহাতি পেসার সোমবার (১৯ মে) লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ১৬তম ওভারে এইডেন মার্করামকে ফিরিয়ে পূর্ণ করলেন ১৫০ উইকেট। তবে বিশেষত্ব এখানে অন্য জায়গায়। তিনি এই মাইলফলক ছুঁয়েছেন মাত্র ‘২ হাজার ৩৮১ বল’ করেই। যা আইপিএল ইতিহাসে সর্বনিম্ন বলের ব্যবধানে ১৫০ উইকেটের রেকর্ড।

এর আগে এই রেকর্ড ছিল লাসিথ মালিঙ্গার দখলে। যিনি ১৫০ উইকেট নিয়েছিলেন ‘২ হাজার ৪৪৪ বল’ করে। আর যুজবেন্দ্র চাহালের লেগস্পিনে এই কৃতিত্ব আসে ‘২ হাজার ৫৪৩ বল’ পরে।

আরো পড়ুন:

যদিও ইনিংসের হিসাবে এখনও সবার ওপরে রয়েছেন মালিঙ্গা। মাত্র ১০৫ ইনিংসেই ১৫০ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। হার্শাল সেই সংখ্যায় পৌঁছেছেন ১১৪ ইনিংসে। আর চাহালের লেগেছে ১১৭ ইনিংস।

হার্শাল প্যাটেলের আইপিএল যাত্রা এক কথায় উজ্জ্বল। ২০২১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তিনি ৩২ উইকেট নিয়ে জিতেছিলেন পার্পল ক্যাপ। আর ২০২৪ সালে পাঞ্জাব কিংসের হয়ে পেয়েছেন আরও ২৪ উইকেট, যা তাকে দ্বিতীয়বারের মতো দিয়েছে সর্বোচ্চ উইকেটশিকারির মর্যাদা।

সোমবারের ম্যাচে যদিও বল হাতে খুব বেশি উজ্জ্বল ছিলেন না। ৪ ওভারে ৪৯ রান দিয়ে মাত্র ১ উইকেট নেন। তবুও এই পারফরম্যান্স তাকে আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়