ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

ক্রিকেটের তীর্থস্থান লর্ডসে, বাংলাদেশ সময় আজ বুধবার বিকেলে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। টস জিতে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা অস্ট্রেলিয়াকে আগে ব্যাট করতে আমন্ত্রণ জানান।
তার সিদ্ধান্তকে শুরুতেই সঠিক প্রমাণ করেন কাগিসো রাবাদা। সপ্তম ওভারে তিনি অজি শিবিরে জোড়া আঘাত হানেন।
সপ্তম ওভারের তৃতীয় বলে উসমান খাজাকে ডেভিড বেডিংহ্যামের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান তিনি। ২০ বল খেলার পরও রানের খাতা খুলতে পারেননি খাজা। তখন অস্ট্রেলিয়ার দলীয় সংগ্রহ ছিল ১২ রান।
এরপর একই ওভারের ষষ্ঠ বলে, দলীয় ১৬ রানের মাথায় ক্যামেরন গ্রিনকে এইডেন মার্করামের হাতে ক্যাচ বানিয়ে ফিরিয়ে দেন রাবাদা। মাত্র ৩ বল খেলে ১ চারের সাহায্যে ৪ রান করেন গ্রিন।
সেখান থেকে দলের হাল ধরেন মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ। তাদের ব্যাটে ভর করেই এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৭ ওভারে ৪১ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
প্রথমবারের মতো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। নতুন যুগের আত্মবিশ্বাস নিয়ে প্রোটিয়ারা কি চ্যাম্পিয়নশিপের মুকুট ছিনিয়ে নিতে পারবে? নাকি অস্ট্রেলিয়া টানা দ্বিতীয়বারের মতো জিতে নেবে টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠত্বের রাজদণ্ড— এখন সেটাই দেখার বিষয়।
ঢাকা/আমিনুল