ঢাকা     রোববার   ১৩ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৯ ১৪৩২

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে একদিনেই ১৪ উইকেটের পতন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ১২ জুন ২০২৫   আপডেট: ১৪:২৪, ১২ জুন ২০২৫
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে একদিনেই ১৪ উইকেটের পতন

বুধবার থেকে ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে শুরু হয়েছে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রথম দিনেই ১৪টি উইকেটের পতন দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। অস্ট্রেলিয়া টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১২ রানে অলআউট হয়ে যায়। জবাব দিতে নেমে প্রোটিয়ারাও পড়ে বিপাকে। ৩০ রান তুলতেই তারা হারায় ৪টি উইকেট এবং দিন শেষ করে ১৬৯ রানে পিছিয়ে থেকে।

দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শূন্য রানে উইকেট হারায়, প্রথম ওভারের শেষ বলে। এইডেন মার্করাম মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে যান শূন্য রানে।

১৯ রানের মাথায় তারা দ্বিতীয় উইকেট হারায়। এবার রায়ান রিকেলটনকে উসমান খাজার হাতে ক্যাচ বানিয়ে ফেরান স্টার্ক। ৩টি চারে ১৬ রান আসে তার ব্যাট থেকে।

আরো পড়ুন:

২৫ রানে গিয়ে তৃতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এবার প্যাট কামিন্স বোল্ড করেন উইয়ান মুল্ডারকে। ৩ রানের বেশি করতে পারেননি তিনি।

৩০ রানের মাথায় জস হ্যাজলউড চতুর্থ আঘাত করেন প্রোটিয়া শিবিরে। তিনি বোল্ড করেন ট্রিস্টান স্টাবসকে। ২ রানের বেশি করতে পারেননি তিনি।

সেখান থেকে টেম্বা বাভুমা ও ডেভিড বেডিংহ্যাম ১৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রথম দিন শেষ করে আসেন। বাভুমা ৬ এবং বেডিংহ্যাম ৮ রানে অপরাজিত আছেন। আজ বৃহস্পতিবার বিকেলে তারা দুজন দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।

তার আগে কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনের বোলিং তোপে ২১২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। রাবাদা ৫টি উইকেট নেন ৫১ রানে। আর ইয়ানসেন ৪৯ রান দিয়ে নেন ৩টি উইকেট।

ব্যাট হাতে অস্ট্রেলিয়ার বিউ ওয়েবস্টার ১১টি চারে সর্বোচ্চ ৭২ রান করেন। আর স্টিভেন স্মিথ ১০টি চারে করেন ৬৬ রান। এছাড়া অ্যালেক্স ক্যারি ২৩, মার্নাস লাবুশেন ১৭ ও ট্র্যাভিস হেড ১১ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়