মুশফিকের সামনে নিজের রেকর্ড ভাঙার হাতছানি

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পাঁচ জুটির চারটিতেই জুড়ে আছে মুশফিকুর রহিমের নাম। গল টেস্টে প্রথম দিন এবার নাজমুল হোসেন শান্তর সঙ্গে গড়েন অপরাজিত ২৪৭ রানের জুটি। ৪৪৩ বলে মুশফিক-শান্ত এই রান যোগ করেন।
৪৫ রানে তিন উইকেট হারানোর পর দুজনের পথচলা শুরু হয়। দিন শেষে মুশফিক ১০৫ ও শান্ত ১৩৬ রানে অপরাজিত আছেন। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৯২ রান।
চতুর্থ উইকেটে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। প্রথমটিতেও আছে মুশফিকের নাম। মুমিনুল হককে সঙ্গে নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে করেছেন ২৬৬ রান। মুশফিক নিজের রেকর্ড জুটি ভাঙার সামনে দাঁড়িয়ে আছেন দিন শেষে।
গলে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। এর আগে মোহাম্মদ আশরাফুলকে সঙ্গে নিয়ে যোগ করেন ২৬৭ রান। শান্ত-মুশফিকের জুটি থেকে মাত্র ২১ রান এলেই ভেঙে যাবে মুশফিক-আশরাফুলের জুটি।
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি এসেছে মুশফিক-সাকিব আল হসানের ব্যাট থেকে। নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে দুজনে পঞ্চম উইকেটে ৩৫৯ রান যোগ করেন। সাকিব ২১৭ ও মুশফিক ১৫৯ রান করেছিলেন।
সর্বোচ্চ এই রানের জুটি থেকে মুশফিক-শান্ত ১১২ রান দূরে আছেন। দুজনে যেভাবে ব্যাট করছেন সেটি পার করাও অসম্ভব কিছু নয়। হবে কি না বলে দেবে সময়।
ঢাকা/রিয়াদ/আমিনুল