ইংল্যান্ড সফরে ভারতের টেস্ট দলে রানা

আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় টেস্ট দলে ফিরেছেন তরুণ পেসার হর্ষিত রানা। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে, রানা হেডিংলেতে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট ম্যাচের আগে ইতোমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন।
২৩ বছর বয়সী হর্ষিত সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে একটি অনানুষ্ঠানিক টেস্ট খেলেন। যেখানে তিনি বল হাতে একটি উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও চমক দেখান। রেহান আহমেদের বলে দুইটি ছক্কাও হাঁকিয়েছিলেন তিনি।
এর আগে, ২০২৪ সালের নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে ভারতের হয়ে অভিষেক হয়েছিল এই পেসারের। অভিষেক টেস্টেই পার্থে ৪ উইকেট নিয়ে ২৯৫ রানের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রানা। তার আগ্রাসী বোলিং ও কার্যকর অলরাউন্ড দক্ষতা এবার ইংল্যান্ডের কন্ডিশনে ভারতীয় বোলিং আক্রমণে বাড়তি শক্তি যোগাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
ভারতের পেস বিভাগে এবার থাকছেন অভিজ্ঞ জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ এবং নতুন সংযোজন হর্ষিত রানা। এদের সঙ্গে আছেন অলরাউন্ডার শার্দুল ঠাকুর ও নিতীশ কুমার রেড্ডি।
এই সিরিজ দিয়েই শুভমন গিল ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করছেন। তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে অভিজ্ঞতা ও নেতৃত্বে। বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় এবার তাদের ছাড়া মাঠে নামছে টিম ইন্ডিয়া।
আগামী শুক্রবার (২০ জুন) হেডিংলেতে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এটি হবে ২০২৫–২৭ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের প্রথম সিরিজ ভারতের জন্য। গত বছর ভারতের মাটিতে দুই দলের পাঁচ টেস্টের সিরিজ ৪–১ ব্যবধানে জিতেছিল ভারত। যেখানে প্রথম ম্যাচে পিছিয়ে থেকেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। এবার ইংল্যান্ডের মাটিতে সেই সাফল্য ধরে রাখতে চাইবে নতুন নেতৃত্বের ভারত। অন্যদিকে, রানাসহ তরুণদের কাছে এটি নিজেকে প্রমাণ করার বড় মঞ্চ।
ভারতের টেস্ট স্কোয়াড:
শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, লোকেশশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নাইয়ার, নিতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব ও হর্ষিত রানা।
ঢাকা/আমিনুল