রাহুল-পন্তের জোড়া সেঞ্চুরিতে বড় টার্গেট ছুঁড়ল ভারত

প্রথম ইনিংসে ১৭৮ বলে ১২টি চার ও ৬ ছক্কায় ১৩৪ রানের ইনিংস খেলেছিলেন ঋষভ পন্ত। দ্বিতীয় ইনিংসেও পেলেন সেঞ্চুরির দেখা। এবার ১৪০ বলে ১৫টি চার ও ৩ ছক্কায় খেলেন ১১৮ রানের ইনিংস। তার সঙ্গে লোকেশ রাহুল ২৪৭ বলে ১৮টি চারে করেন ১৩৭ রান।
তাদের দুজনের সেঞ্চুরিতে ভর করে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯৬ ওভারে ৩৬৪ রান করে অলআউট হয়েছে ভারত। তাতে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে ৩৭১ রান।
এই রান তাড়া করে জিততে ইংল্যান্ডের সামনে রয়েছে আজকের (২৩ জুন) ১৭ ওভার ও আগামীকালকের পুরো দিন।
ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে রাহুল ও পন্ত ছাড়া ভারতের আর কেউ সুবিধা করতে পারেননি। সাই সুদর্শন করেন ৩০ রান। এছাড়া রবীন্দ্র জাদেজা অপরাজিত ২৫ ও করুন নায়ার করেন ২০ রান।
বল হাতে ইংল্যান্ডের জশ টাং ও ব্রাইডন কার্স ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন শোয়েব বশির।
যশস্বী জয়সওয়াল, শুভমান গিল ও পন্তের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ভারত ১১৩ ওভারে করে ৪৭১ রান। জবাবে ইংল্যান্ড অলি পোপের ১০৬ ও হ্যারি ব্রুকের ৯৯ রানের ইনিংসে ভর করে ১০০.৪ ওভারে ৪৬৫ রান করে। ৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত করে ৩৬৪ রান। তাতে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৭১ রান।
ঢাকা/আমিনুল