ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সময়সূচি
নতুন করে জমে উঠেছে ক্লাব বিশ্বকাপের উত্তেজনা! শেষ ষোলো পেরিয়ে এবার শুরু হতে যাচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। যেখানে মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের বড় বড় নামগুলো। জমজমাট চারটি ম্যাচে দেখা যাবে ব্রাজিল, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সেরা ক্লাবগুলোর মুখোমুখি সংঘর্ষ। কে উঠবে শেষ চারের মঞ্চে, সেই অপেক্ষায় এখন কোটি ফুটবলপ্রেমী।
কোয়ার্টার ফাইনালে উঠেছে যে দলগুলো:
শেষ ষোলো পেরিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আটটি দল। দলগুলো হলো— রিয়াল মাদ্রিদ, বুরুশিয়া ডর্টমুন্ড, চেলসি, পিএসজি, বায়ার্ন মিউনিখ, আল-হিলাল, ফ্লুমিনেন্স, পালমেইরাস।
এবারের টুর্নামেন্টের অন্যতম বড় চমক এসেছে আল-হিলালের কাছ থেকে। সৌদি ক্লাবটি ইউরোপীয় জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে উঠে এসেছে কোয়ার্টার ফাইনালে। একইভাবে, জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ নিশ্চিত করেছে তাদের জায়গা। সবশেষ মন্টেইরিকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টারে উঠেছে জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে রিয়াল মাদ্রিদ।
কোয়ার্টার ফাইনালের সময়সূচি (বাংলাদেশ সময়)
৪ জুলাই: আল-হিলাল বনাম ফ্লুমিনেন্স (রাত ১টা),
৫ জুলাই: চেলসি বনাম পালমেইরাস (সকাল ৭টা),
৫ জুলাই: পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ (রাত ১০টা),
৬ জুলাই: রিয়াল মাদ্রিদ বনাম বুরুশিয়া ডর্টমুন্ড (রাত ১টা)।
শেষ ষোলো থেকে বড় যেসব দল বিদায় নিয়েছে:
সাবেক চ্যাম্পিয়ন ইন্টার মিলান, ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি এবং মেসির ইন্টার মায়ামি এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। তাদের হোঁচট এই আসরকে আরও অনিশ্চিত ও রোমাঞ্চকর করে তুলেছে।
এবার কে হবে চ্যাম্পিয়ন?
কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ শেষে চার দল পা রাখবে সেমিফাইনালে। যা অনুষ্ঠিত হবে ৯ ও ১০ জুলাই। আর ১৪ জুলাই হবে বহু কাঙ্ক্ষিত ফাইনাল। সেই ম্যাচে নির্ধারিত হবে নতুন ক্লাব বিশ্বচ্যাম্পিয়ন।
ঢাকা/আমিনুল