ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৬৭ ওভারেই অলআউট অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ৪ জুলাই ২০২৫   আপডেট: ১৩:৪১, ৪ জুলাই ২০২৫
৬৭ ওভারেই অলআউট অস্ট্রেলিয়া

গ্রেনাডার সবুজ উইকেটে টস জিতে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। শুরুটা যেমন ছিল আশাব্যঞ্জক, তেমনি হঠাৎই এক পর্যায়ে তারা যেন হারিয়ে ফেলে পথ। তাতে মাত্র ৬৬.৫ ওভারেই অলআউট ২৮৭ রানে। তবে আরও বিপর্যয় এড়াতে আজ আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন আলেক্স ক্যারি ও বিউ ওয়েবস্টার।

উসমান খাজা ও স্যাম কনস্টাস শুরুটা ভালো করেছিলেন। তুলেছিলেন ১০ ওভারে ৪৭ রান। কিন্তু এরপর ক্যারিবীয় পেসারদের আগুনে স্পেলে ধস নামে অজিদের ব্যাটিংয়ে। মাত্র ৩ রানের ব্যবধানে সাজঘরে ফিরে যান খাজা, কনস্টাস ও স্টিভ স্মিথ। তিন সিনিয়র ক্রিকেটারই ব্যর্থ।

আরো পড়ুন:

খাজা ফেরেন এলবিডব্লিউ হয়ে (১৬), কনস্টাস ক্যাচ দিয়ে (২৫), আর স্মিথ যান শূন্য রানে টপ এজ হয়ে। স্কোরবোর্ডে হঠাৎই দেখা দেয় ৫০/৩।

ক্যামেরন গ্রিন (২৬) আর ট্র্যাভিস হেড (২৯) একটু ভরসা দিলেও বেশিদূর যেতে পারেননি। ১১০ রানে ৫ উইকেট হারিয়ে অজিরা ছিল ছিন্নভিন্ন। ঠিক তখনই ব্যাট হাতে জুটি বাঁধেন ক্যারি ও ওয়েবস্টার। ষষ্ঠ উইকেটে তারা যোগ করেন গুরুত্বপূর্ণ ১১২ রান।

ক্যারি ৮১ বলে করেন ৬৩ রান (১০ চার, ১ ছক্কা), আর ওয়েবস্টার লড়াকু ইনিংসে করেন ৬০ রান (১১৫ বল, ৬ চার, ১ ছক্কা)। তবে বাকি ব্যাটারদের আর কেউ দাঁড়াতে পারেননি। কামিন্স ১৭, স্টার্ক ৬, লিয়ন ১১ রানে বিদায় নেন দ্রুত। তাতে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ২৮৭ রানে, মাত্র ৬৭তম ওভারে। দিন শেষে বৃষ্টির কারণে আর খেলা হয়নি।

আলজারি জোসেফ ছিলেন ক্যারিবীয় বোলিংয়ের মূল মুখ। তিনি ৬১ রানে নেন ৪টি উইকেট। ৪৫ রানে ২টি উইকেট নেন জয়ডেন সিলস। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়