ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্লাব বিশ্বকাপের ফাইনালে রাতে মুখোমুখি পিএসজি-চেলসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ১৩ জুলাই ২০২৫   আপডেট: ১৯:০৮, ১৩ জুলাই ২০২৫
ক্লাব বিশ্বকাপের ফাইনালে রাতে মুখোমুখি পিএসজি-চেলসি

মেটলাইফ স্টেডিয়াম প্রস্তুত। আলো ঝলমলে সেই অঙ্গনে আজ রাতে নামছে ইউরোপের দুই জায়ান্ট প্যারিস সাঁ জার্মাঁ (পিএসজি) ও চেলসি। ৩২ দলের প্রথম ক্লাব বিশ্বকাপের মহারণে মুখোমুখি তারা, যেখানে শুধু একটা প্রশ্ন, কে হবে বিশ্ব ক্লাব ফুটবলের নতুন রাজা?

এক মাসের এই টুর্নামেন্টে পার করেছে ৬৩টি ম্যাচ। অবশেষে বাকি শুধু একটি ধাপ, যেখানে অপেক্ষা শিরোপার মিষ্টি হাসি। ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়, আর তার ঠিক পরেই লেখা হবে নতুন এক ইতিহাস।

আরো পড়ুন:

দুই দলের যাত্রাটাই ছিল চোখে পড়ার মতো। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবকে হারিয়ে ফাইনালে উঠেছে পিএসজি। অন্যদিকে, চেলসি দাপটের সঙ্গে বিদায় করেছে পালমেইরাস ও ফ্লুমিনেন্সকে।

ফাইনালের আগে দুই শিবিরেই বাড়তি উত্তেজনা। পিএসজির কোচ লুইস এনরিক যথারীতি কৌশলী, “চেলসি দারুণ একটি দল, তাদের কোচ মারেৎস্কা চমৎকার ট্যাকটিশিয়ান। তবে আমরা নিজেদের দলীয় নীতিতে বিশ্বাসী, একক তারকানির্ভরতায় নয়।”

চেলসি কোচ মারেৎস্কার জবাবও সম্মানপূর্ণ, “পিএসজি ইউরোপ তো বটেই, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দল। তবে ফাইনাল বলে কথা। আমরাও প্রস্তুত চূড়ান্ত লড়াইয়ের জন্য।”

দুই দলের স্কোয়াডেও আছে কিছু চমক। চেলসি ফিরে পাচ্ছে লিভাই কলউইল ও লিয়াম ডিলাপকে, সুস্থ হয়ে উঠেছেন রিস জেমসও। যদিও মইসেস কাইসেদোর গোড়ালির চোট নিয়ে এখনও শঙ্কা কাটেনি। অপরদিকে, নিষেধাজ্ঞার কারণে পিএসজি হারিয়েছে উইলিয়ান পাচো ও লুকাস হার্নান্দেজকে। তবে উসমান দেম্বেলেকে নিয়ে আশাবাদী এনরিকে, যিনি ফিরে পেয়েছেন ফর্ম ও ফিটনেস।

মাঠে নজর থাকবে ভিতিনহা, রুইজ, কাভারাৎসখেলিয়া কিংবা দেম্বেলের ওপর। আর চেলসির ভরসা হতে পারেন এনকুনকু, স্টার্লিং ও কোল পামারের মতো নাম।

এটি হবে দুই দলের নবম দেখাও। আগের আট লড়াইয়ে তিন জয় পিএসজির, চেলসি জিতেছে দুইটিতে, ড্র হয়েছে তিন ম্যাচ। তবে শেষ চার দেখায় জয়হীন ব্লুরা এবার কি পারবে হিসাব মেলাতে?

সব উত্তর মিলবে মেটলাইফ স্টেডিয়ামের সবুজ গালিচায়। একপাশে পিএসজির পঞ্চম শিরোপার হাতছানি, অন্যপাশে চেলসির স্বপ্ন দ্বিতীয়বার বিশ্বসেরা হবার। একশ্রেষ্ঠত্বের রাত অপেক্ষায়—কে হাসবে শেষ হাসি? ফুটবল ভক্তদের চোখ এখন কেবল নিউ জার্সির আকাশে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়