ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেসির পাশে এবার ডি পল, ইন্টার মায়ামিতে নতুন চমক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ১৭ জুলাই ২০২৫   আপডেট: ১৮:৩১, ১৭ জুলাই ২০২৫
মেসির পাশে এবার ডি পল, ইন্টার মায়ামিতে নতুন চমক

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ও কোপা আমেরিকার শিরোপাজয়ী মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবার পা রাখতে যাচ্ছেন মেজর লিগ সকারের রঙিন মঞ্চে। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগদানের দ্বারপ্রান্তে তিনি। আর এ যোগদান মানেই মেসির পাশেই আবার দেখা যাবে ডি পলকে। যাদের মধ্যে জাতীয় দলের মাঠে গড়ে উঠেছিল দুর্দান্ত বোঝাপড়া।

কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল, অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে আরও এক বছরের চুক্তি থাকলেও দল ছাড়তে পারেন ডি পল। এবার সেই গুঞ্জন রূপ নিচ্ছে বাস্তবে। আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও ইএসপিএনের তথ্য অনুযায়ী, ইন্টার মায়ামির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন ৩১ বছর বয়সী এই তারকা। এমনকি ক্লাবের সহ-মালিক জর্জ মাস মাদ্রিদে গিয়ে আলাপও সারছেন চুক্তি চূড়ান্ত করতে।

আরো পড়ুন:

মেসির ইন্টার মায়ামিতে আগমন বদলে দিয়েছে ক্লাবের দৃশ্যপট। তার সঙ্গে পুরোনো সতীর্থ বুসকেটস, জর্দি আলবা ও সুয়ারেজ যোগ দেওয়ায় তৈরি হয়েছে এক স্বপ্নের স্কোয়াড। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন ডি পল, যার আগমনে মায়ামির মাঝমাঠে আসবে নতুন ছন্দ ও গতি। বিশেষ করে বুসকেটস যদি ক্লাব ছাড়েন, তবে তার জায়গায় একজন উপযুক্ত রিপ্লেসমেন্ট হিসেবেই ভাবা হচ্ছে ডি পলকে।

২০২১ সালে অ্যাটলেটিকো মাদ্রিদে পা রাখা ডি পল হয়ে উঠেছিলেন দলের নির্ভরযোগ্য মুখ। জাতীয় দলের হয়ে ২০২২ বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জয়ের স্মৃতিও তার ঝুলিতে। এমন অভিজ্ঞ একজন মিডফিল্ডারের অন্তর্ভূক্তি ইন্টার মায়ামির শিরোপা স্বপ্নকে আরও পোক্ত করে তুলবে।

মেসির বার্ষিক আয় যেখানে এমএলএসের অধিকাংশ ক্লাবের বাজেটকেও ছাড়িয়ে যায়, সেখানে সুপারস্টারদের জমায়েতে ডি পলের মতো বিশ্বজয়ীর যোগ হওয়া নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করবে লিগের জনপ্রিয়তায়ও।

মায়ামির জার্সিতে মেসি-ডি পল জুটির সেই পুরোনো যাদু এবার দেখা যাবে আমেরিকার সবুজ গালিচায়, এমনটাই প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়