টি-টোয়েন্টির ঝড়ে কক্সের ঐতিহাসিক কীর্তি, এসেক্সের দুর্দান্ত জয়
ভাইটালিটি ব্লাস্টের উত্তেজনায় ভরপুর এক ম্যাচে ইতিহাস গড়লেন জর্ডান কক্স। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৬০ বলে ১৩৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে দল এসেক্সকে এনে দিলেন অবিশ্বাস্য এক জয়। ম্যাচটি যেন ছিল তার জন্যই লেখা। ১১ চার ও ১১ ছক্কায় সাজানো ইনিংসে গড়েছেন ইংলিশ উইকেটকিপারদের মধ্যে টি-টোয়েন্টির সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড।
হ্যাম্পশায়ার ২২১ রানের পাহাড়সম টার্গেট ছুড়ে দিয়েছিল এসেক্সের সামনে। সাধারণত এমন স্কোরের পেছনে ছুটতে গিয়ে বেশিরভাগ দল হোঁচট খায়। কিন্তু কক্স ছিলেন ব্যতিক্রম। দ্বিতীয় ওভারে ক্রিজে এসে শুরুতেই জেমস ফুলারকে পরপর তিনটি চার ও এক ছক্কা হাঁকিয়ে জানান দেন, আজ তার দিন।
মাত্র ২২ বলে পঞ্চাশ, আর ৪৭ বলেই শতক; তখনই স্পষ্ট হয়ে যায়, এই ম্যাচে রেকর্ড লেখা হচ্ছে নতুন করে। শেষ ওভারে প্রয়োজন ছিল ১১ রান, আর কক্স সেই চাপটুকুও উড়িয়ে দেন হাওয়ায়। ফুলারের করা প্রথম দুই বলেই টানা দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচের সমাপ্তি ঘটান দাপুটে এক জয় দিয়ে।
এদিন তার ব্যাট থেকে এসেছে এমন সব শট, যা চোখ ধাঁধানো। শুধু স্কোরবোর্ড নয়, বদলে দিয়েছেন পরিসংখ্যানও। কক্স এর আগে ১৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেও কখনো সেঞ্চুরির স্বাদ পাননি। এবার পেলেন, আর পেলেন একেবারে ইতিহাস গড়ার মতো করে।
আগের রেকর্ড ছিল ফিল সল্টের। তিনি ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে করেছিলেন ১১৯ রান। সেই রেকর্ডকে পেছনে ফেলে এখন কক্স শীর্ষে।
তিনটি ওয়ানডে ও দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতোমধ্যে ইংল্যান্ডের জার্সি গায়ে জড়িয়েছেন কক্স। এমন ঝড়ো পারফরম্যান্সের পর আবারো জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন তিনি। যদিও টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েও চোটের কারণে অভিষেক হয়নি তার। এবার হয়তো সে অপেক্ষাও ঘুচবে।
ঢাকা/আমিনুল