ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইসিসির সদস্যপদ পেল পূর্ব তিমুর ও জাম্বিয়া, মোট এখন ১১০

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ২১ জুলাই ২০২৫  
আইসিসির সদস্যপদ পেল পূর্ব তিমুর ও জাম্বিয়া, মোট এখন ১১০

আন্তর্জাতিক ক্রিকেটের মানচিত্রে যুক্ত হলো আরও দুটি নতুন নাম, পূর্ব তিমুর এবং জাম্বিয়া। সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির নির্বাহী কমিটির সভায় এই দুই দেশকে সহযোগী সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই সংযোজনের মধ্য দিয়ে আইসিসির মোট সদস্য সংখ্যা দাঁড়াল ১১০-এ, যা বিশ্ব ক্রিকেটে নতুন সম্ভাবনার দরজা খুলে দিল।

আইসিসির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ব তিমুর ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং জাম্বিয়া ক্রিকেট ইউনিয়নকে সহযোগী সদস্যপদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করল। এখন থেকে এই দুই দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচই পাবে আন্তর্জাতিক মর্যাদা।

আরো পড়ুন:

শুধু নতুন সদস্যই নয়, সভায় আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্রান্স ক্রিকেটের গুরুমূর্তি পালানি, ক্রিকেট হংকং ও চীনের অনুরাগ ভাটনগর এবং ক্রিকেট কানাডার গুরদীপ ক্লেয়ারকে সহযোগী সদস্যদের পক্ষে আইসিসির প্রধান নির্বাহী কমিটিতে নির্বাচিত করা হয়েছে।

এছাড়া বিদায়ী সিইও জিওফ অ্যালার্ডিসের অবদানকে সম্মান জানিয়ে সভায় তাকে আনুষ্ঠানিক ধন্যবাদ জানানো হয়। একইসঙ্গে বতসোয়ানার সুমোদ দামোদর, কানাডার রাশপাল বাজওয়া ও ডেনমার্কের উমাইর বাটকেও ক্রিকেটের আন্তর্জাতিক অগ্রযাত্রায় ভূমিকা রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এই নতুন সদস্যপদ শুধু পরিসংখ্যানে নয়, বরং ক্রিকেটের প্রসারে এক নতুন অধ্যায়ের সূচনা। পূর্ব তিমুর ও জাম্বিয়ার ক্রিকেটে এগিয়ে যাওয়ার এই যাত্রা বিশ্ব ক্রিকেটকে আরও বৈচিত্র্যপূর্ণ ও প্রতিযোগিতামূলক করে তুলবে বলেই আশাবাদ ব্যক্ত করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়