মারপিটের ঘটনায় থানায় অভিযোগ, তাসকিনের অস্বীকার
ডেকে নিয়ে মারধর ও হুমকির অভিযোগে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে রাজধানীর মিরপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে তাসকিন দাবি করেছেন, উল্টো তার বন্ধুরাই মার খেয়েছেন।
রাইজিংবিডিকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রুম্মন।
সোমবার (২৮ জুলাই) রাইজিংবিডিকে তিনি বলেন, ‘‘দুপুরে মিরপুর থানায় অভিযোগের বিষয়টি জানানো হয়। আমরা তদন্ত করে দেখছি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগটি রোববার রাতে ভুক্তভোগী যুবক দায়ের করেছেন।’’
এদিকে রাইজিংবিডির সঙ্গে আলাপে অভিযোগ অস্বীকার করেছেন তাসকিন। তিনি বলেন, ‘‘ঘটনাটি ঘটেছে আমার বন্ধুর সঙ্গে। আমার বন্ধুকে ওরা উল্টো মারধর করছিল। মোহাম্মদপুর থানায় গতকাল রাতে কল করেছিলাম। পরে মোহাম্মদপুর থানা থেকে পুলিশ গিয়ে ওদের খুঁজতে গিয়েছিল। ঘটনাটি ঘটেছে আসাদগেটের আশপাশে। আমার বন্ধুদের ওরা মারছিল, আমি তাদের সঙ্গে মিশি না।’’
তবে কারা মারধর করেছে কিংবা কাদের সঙ্গে তিনি মিশেন না, তা খোলাসা করেননি জাতীয় দলের এই পেসার।
ঢাকা/রিয়াদ/আমিনুল