ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জয় পেলো না মেসিহীন মায়ামি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ২৪ আগস্ট ২০২৫   আপডেট: ১২:৫৪, ২৪ আগস্ট ২০২৫
জয় পেলো না মেসিহীন মায়ামি

লিওনেল মেসির অনুপস্থিতি যেন আবারও ভুগালো ইন্টার মায়ামিকে। ওয়াশিংটনে অনুষ্ঠিত মেজর লিগ সকারের ম্যাচে ডিসি ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলের সমতায় থামতে হলো ডেভিড বেকহ্যামের দলকে।

বাংলাদেশ সময় রবিবার ভোরে শুরু হওয়া এই লড়াইয়ের শুরুটা ছিল স্বাগতিকদের দখলে। ম্যাচের মাত্র ১৩ মিনিটেই জ্যাকসন হপকিন্স গোল করে এগিয়ে দেন ডিসি ইউনাইটেডকে। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় খেলার চিত্র। ৬৪তম মিনিটে দুর্দান্ত এক শটে বালতাসার রদ্রিগেস সমতা ফেরান মায়ামিকে। আর্জেন্টাইন এই মিডফিল্ডারের জন্য এটি ছিল ক্লাবটির হয়ে তার প্রথম গোল।

আরো পড়ুন:

টানা তৃতীয় জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামলেও মায়ামিকে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করেই সন্তুষ্ট থাকতে হয়েছে। অন্যদিকে, নতুন কোচ রেনে ভাইলারের অধীনে প্রথম হোম ম্যাচে ডিসি ইউনাইটেড পেল টানা দ্বিতীয় ড্র। নিষেধাজ্ঞার কারণে দলের সেরা গোলদাতা ক্রিশ্চিয়ান বেনটেকেকে পায়নি তারা। এ নিয়ে টানা ১১ ম্যাচ জয়বঞ্চিত রইল ওয়াশিংটন ক্লাবটি।

অপরদিকে, ব্যস্ত সূচির কারণে মায়ামি শুরু থেকেই রোটেশন নীতি মেনে দল সাজায়। মেসির সঙ্গে বিশ্রামে ছিলেন জর্দি আলবা, সার্জিও বুসকেটস ও লুইস সুয়ারেজ। তবে পরবর্তীতে বদলি হিসেবে নেমে বুসকেটস ও সুয়ারেজ মাঝমাঠে দলের নিয়ন্ত্রণ ফেরাতে বড় ভূমিকা রাখেন।

পুরো ম্যাচে বল দখলে আধিপত্য ছিল মায়ামির। ৬৫ শতাংশের বেশি সময় তারা নিয়ন্ত্রণে রেখেছে বল। ক্রসের ক্ষেত্রেও এগিয়ে ছিল অতিথিরা। মায়ামির ১১টি ক্রসের বিপরীতে ডিসি ইউনাইটেড করতে পেরেছে মাত্র একটি।

ওয়াশিংটনের সমর্থকদের জন্য হতাশার বিষয় হলো, টানা দ্বিতীয় মৌসুমেও তারা মাঠে মেসিকে দেখতে পেলেন না। এবারের মৌসুমে লিগে এখন পর্যন্ত ১৯ ম্যাচে ১৯ গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। মেসি ছাড়া ছয় ম্যাচে মায়ামির ফলাফল দাঁড়াল ২ জয়, ২ ড্র ও ২ হার।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়