দেড়শ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ
ফাইল ছবি
টিকিটের দাম কমাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। সর্বনিম্ন দেড়শ টাকায় মাঠে বসে দেখা যাবে দুই দলের টি-টোয়েন্টি যুদ্ধ। সর্বোচ্চ টিকিটের মূল্য ২ হাজার টাকা।
পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজের তুলনায় অর্ধেক করে দেওয়া হয়েছে এই সিরিজের টিকেটের দাম। সিলেটে গ্রিন গ্যালারি ও গ্রিন হিল এরিয়াতে ১৫০ টাকার টিকিট মিলবে। এছাড়া শহীদ তুরাব স্ট্যান্ডেরও টিকিটের মূল্য ১৫০ টাকা। তার চেয়ে একশ টাকা বেশি দাম শহীদ আবু সাইদ স্ট্যান্ডের টিকিটের মূল্য। ক্লাব হাউজের টিকিট পাওয়া যাবে ৫০০ টাকায়। এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ড আপার ও গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ারের টিকিট পাওয়া যাবে ২ হাজার টাকা করে।
মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজে সর্বোচ্চ ৩ হাজার ৫০০ টাকায় এবং সর্বনিম্ন ৩০০ টাকায় মিলেছিল গ্যালারির টিকিট। এই সিরিজের সব টিকেট দেওয়া হবে অনলাইনে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বিসিবির টিকেট বিক্রির ওয়েবসাইট https://gobcbticket.com.bd/ থেকে কেনা যাবে টিকেট।
২৭ আগস্ট নেদারল্যান্ডস ক্রিকেট দলের সিলেট পৌঁছার কথা রয়েছে। ৩০ আগস্ট প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর। সিলেটে প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
ঢাকা/ইয়াসিন/আমিনুল