ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেসির জাদুতে আবারও ফাইনালে ইন্টার মায়ামি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ২৮ আগস্ট ২০২৫   আপডেট: ১২:৫৪, ২৮ আগস্ট ২০২৫
মেসির জাদুতে আবারও ফাইনালে ইন্টার মায়ামি

চোটের কারণে দুই ম্যাচ বাইরে ছিলেন। কিন্তু ফেরার পরই যেন রঙ বদলে গেল খেলার। লিওনেল মেসির জোড়া গোল আর তেলাসকো সেগোভিয়ার নিখুঁত শটে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে লিগস কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি।

সেমিফাইনালে শুরুটা অবশ্য মায়ামির জন্য সুখকর ছিল না। বিরতির আগেই মারিও পাসালিচের শটে এগিয়ে যায় অরল্যান্ডো। ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মায়ামি।

আরো পড়ুন:

তবে দ্বিতীয়ার্ধে খেলায় ফেরেন মেসিরা। ম্যাচের ৭৫ মিনিটে লুইস সুয়ারেজকে ফাউল করায় অরল্যান্ডোর ব্রেকালো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সেই সঙ্গে পায় পেনাল্টি। ঠাণ্ডা মাথায় শট নিয়ে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন জাদুকর।

ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ৮৮ মিনিটে। জর্দি আলবার সঙ্গে ওয়ান-টু করে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে জালে বল জড়ান মেসি। যোগ করা সময়ে সেগোভিয়ার চিপ শটে ব্যবধান বাড়ায় মায়ামি, নিশ্চিত হয় তাদের ফাইনাল।

এই জয়ে দ্বিতীয়বারের মতো লিগস কাপের শিরোপা জয়ের হাতছানি পাচ্ছে মায়ামি। এখন তাদের প্রতিপক্ষ হবে এলএএফসি ও সিয়াটল সাউন্ডার্সের সেমিফাইনালের বিজয়ী।

২০২৩ সালে মেসির অভিষেক মৌসুমেই লিগস কাপ জয় করেছিল দলটি। এবারও একই সাফল্যের পুনরাবৃত্তি করতে মরিয়া ইন্টার মায়ামি। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়