ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এশিয়া কাপে স্পনসর ছাড়াই খেলবে ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৪, ২ সেপ্টেম্বর ২০২৫  
এশিয়া কাপে স্পনসর ছাড়াই খেলবে ভারত

ভারতীয় ক্রিকেট দলকে এবারের এশিয়া কাপে স্পনসর ছাড়াই খেলতে দেখা যেতে পারে। কারণ, গত মাসে অনলাইন গেমিং কোম্পানি ‘ড্রিম-১১’ হঠাৎ করেই বিসিসিআইয়ের সঙ্গে থাকা তাদের চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে।

ড্রিম-১১ সরে যাওয়ার পর ২ সেপ্টেম্বর বিসিসিআই নতুন টিম স্পনসর খুঁজতে আগ্রহপত্র আহ্বান করে। ১২ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানগুলো এ আগ্রহপত্র কিনতে পারবে, আর দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। তবে সমস্যাটা হলো, এশিয়া কাপ শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর, আর ফাইনাল ২৮ তারিখে। ফলে টুর্নামেন্ট শুরুর সময়ের মধ্যেই নতুন স্পনসর পাওয়া অনেকটাই অনিশ্চিত।

আরো পড়ুন:

ভারত সরকার সম্প্রতি ‘প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল’ পাশ করেছে। যেখানে রিয়েল-মানি গেমিংকে নিষিদ্ধ করা হয়েছে। যেহেতু ড্রিম-১১ মূলত এই ব্যবসার উপর নির্ভরশীল, তাই তারা চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়। তাদের সঙ্গে বিসিসিআইয়ের ২০২৬ পর্যন্ত ৪৪ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩৫৮ কোটি রুপি) মূল্যের চুক্তি ছিল।

এটাই প্রথম নয়। এর আগে ২০১৯ সালে মোবাইল ব্র্যান্ড অপো তিন বছর আগেই চুক্তি ভেঙে দেয়। তখন তাদের জায়গায় আসে বাইজুস। পরে ২০২৩ সালে তিন বছরের জন্য স্পনসরশিপ নেয় ড্রিম-১১।

নতুন স্পনসর নির্বাচনের বিজ্ঞপ্তিতে বিসিসিআই স্পষ্ট জানিয়েছে— মদ, জুয়া, বেটিং, ক্রিপ্টোকারেন্সি, অনলাইন মানি গেমিং, তামাকজাত দ্রব্য কিংবা এমন কোনো প্রতিষ্ঠান যারা সমাজের নৈতিকতাকে আঘাত করতে পারে, তাদের আবেদন গ্রহণ করা হবে না।

ভারতীয় দল ৪ সেপ্টেম্বর রওনা হবে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে। গ্রুপ-এ তে তাদের সঙ্গে রয়েছে ওমান, পাকিস্তান ও স্বাগতিক ইউএই। গ্রুপ-বি তে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, হংকং ও শ্রীলঙ্কা। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে। আর সেখান থেকে সেরা দুই দল খেলবে ফাইনাল, যা অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।

ভারতের এশিয়া কাপ সূচি:
১০ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হবে আরব আমিরাতের,
১৪ সেপ্টেম্বর একই ভেন্যুতে খেলবে পাকিস্তানের বিপক্ষে,
১৯ সেপ্টেম্বর আবুধাবিতে খেলবে ওমানের সঙ্গে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়