কোয়াবের নেতৃত্বে মিঠুন
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। আজ বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদকে হারিয়ে সংগঠনের সর্বোচ্চ পদের জন্য নির্বাচিত হয়েছেন মিঠুন।
নির্বাচন নিয়ে ক্রিকেটাঙ্গনে খুব একটা আলোচনা ছিল না। কেননা ১১ পদের মধ্যে দশটিতেই কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। একজন করে প্রার্থী মনোনয়ন তোলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তারা। ফলে নির্বাচনের আসল লড়াইটা ছিল কেবল সেলিম শাহেদ ও মোহাম্মদ মিঠুনের মধ্যে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। ভোটার তালিকায় ছিল ২১৫ জনের নাম। কিন্তু সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অংশগ্রহণ শতভাগ হয়নি।
মোট ২১৫ ভোটের মধ্যে ১৮৮ জন ভোট দিয়েছেন। যেখানে ১৫৪টি ভোট পেয়েছেন মিঠুন। অন্যদিকে সেলিম শাহেদ পান ৩৪টি ভোট।
সভাপতি পদ ছাড়া অন্য সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন সিনিয়র সহ-সভাপতি পদে সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, সহ-সভাপতি হিসেবে জাতীয় দলের বর্তমান উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
এছাড়া আট জন সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস। নারী ক্রিকেটার রুমানার অন্তর্ভুক্তি এই কমিটিকে দিয়েছে বাড়তি মাত্রা।
ঢাকা/ইয়াসিন/আমিনুল